• এক সপ্তাহে তিনবার! সাম্বা ও পুঞ্চে ফের পাক ড্রোনের হানা, হাই অ্যালার্টে ভারতীয় সেনা
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৬
  • পাক সীমান্তে ফের উত্তেজনা। ফের জম্মু ও কাশ্মীরের আকাশে দেখা মিলল সন্দেহজনক পাকিস্তানি ড্রোনের। সাম্বা ও পুঞ্চ সেক্টরে এই ড্রোন অনুপ্রবেশের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেনা সূত্রে খবর, সাম্বা জেলার রামগড় সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কেসো মানহাসান গ্রামে এবং পুঞ্চের দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে ড্রোনগুলির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা।

    রাডারে ড্রোনের উপস্থিতি ধরা পড়তেই ভারতীয় জওয়ানরা মুহূর্তের মধ্যে তৎপর হয়ে ওঠেন। ড্রোনগুলিকে রুখতে এবং নিস্ক্রিয় করতে সঙ্গে সঙ্গে ‘কাউন্টার-ইউএএস’ বা ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা সক্রিয় করে সেনাবাহিনী।

    এক সপ্তাহের মধ্যে তিনদিন পাকিস্তান থেকে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় কপালে ভাঁজ ভারতীয় গোয়েন্দাদের। তবে কি কোনও বড় মাপের নাশকতার ছক চলছে? ঘন কুয়াশা এবং প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিতে চাইছে পাকিস্তান?

    এই ধরনের পরিস্থিতিতে এর আগে ড্রোন মারফৎ মাদক ও অস্ত্র পাচার করতে দেখা গিয়েছে পাকিস্তানকে। এই ঘটনার জেরে গোটা সীমান্ত এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং নজরদারি কয়েক গুণে বাড়িয়ে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)