• আস্ত কন্টেনার ‘গিলে নিল’ বিমানের ইঞ্জিন! দিল্লির অদ্ভুত দুর্ঘটনা নিয়ে কী বলল DGCA?
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৬
  • বিমানের ইঞ্জিনের ভিতরে ঢুকে গিয়েছিল একটি আস্ত কার্গো কন্টেনার! অদ্ভুত দুর্ঘটনা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃহস্পতিবার ভোরের ঘটনা। অশান্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকায় দিল্লিতেই ফিরে এসেছিল এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্কগামী বিমানটি। কিন্তু মাঝ আকাশে বিপদ এড়াতে পারলেও মাটি ছোঁয়ার পরেই নজিরবিহীন দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার উড়ানটি। এর পরেই বিপত্তি ঘটে বলে জানিয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা, DGCA। তারা জানিয়েছে, কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

    DGCA সূত্রে খবর, বিমানটি নিরাপদেই দিল্লি বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে অবতরণ করেছিল। কিন্তু আসল বিপত্তি ঘটে এর পরেই। ঘন কুয়াশার মধ্যে ট্যাক্সিওয়ে দিয়ে এপ্রনের দিকে যাওয়ার সময়ে বিমানটির ডানদিকের ইঞ্জিনটি একটি কার্গো কন্টেনারে ধাক্কা মারে এবং প্রচণ্ড শক্তিতে সেটিকে ভিতরে টেনে নেয়।

    সোশ্যাল মিডিয়ায় DGCA জানিয়েছে, ঘটনার সময়ে দৃশ্যমানতা খুবই কম ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, BWFS সংস্থার একটি টাগ টার্মিনাল ৩-এর ‘ব্যাগেজ মেকআপ এরিয়া’-তে কয়েকটি কন্টেইনার নিয়ে যাচ্ছিল। পথে একটি ইন্টারসেকশনে বিমানটির মুখোমুখি পড়ে যায় সেটি। এর পরেই এই ঘটনা ঘটে।

    এতে ব্যাপক ক্ষতি হয়েছে বিমানটির ইঞ্জিনের। প্রসঙ্গত, বিমানটি ছিল এয়ারবাস A350 মডেলের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি-ভিডিয়োতে দেখা গিয়েছে, ইঞ্জিনের ব্লেডগুলি দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনও যাত্রী বা ক্রু মেম্বার আহত হননি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটিকে ‘গ্রাউন্ডেড’ করা হয়েছে।

    এই ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার ভোররাতে। এয়ার ইন্ডিয়ার এআই-১০১ (AI101) উড়ানটি দিল্লি থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ৩ ঘণ্টা উড়ে ইরানের আকাশসীমায় পৌঁছতেই ঘটে বিপত্তি। হঠাৎই অশান্ত ইরানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। তাই মাঝপথ থেকেই বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আকাশে কোনও বিপদ না ঘটলেও মাটিতে নামার পরেই বিমানটি এই অদ্ভুত দুর্ঘটনার কবলে পড়ে।

    বর্তমানে এয়ার ইন্ডিয়ার হাতে মাত্র ৬টি এয়ারবাস এ৩৫০ বিমান রয়েছে। এর মধ্যে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি গ্রাউন্ডেড করায়, লন্ডন ও নিউ ইয়র্কের মতো রুটে উড়ান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

  • Link to this news (এই সময়)