আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ও সরস্বতী পুজো। অথচ ওই একই দিনে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main-2026) পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। ওই দিনেই প্রবেশিকা পরীক্ষার মত গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন ধার্য করা নিয়ে বাংলায় তীব্র প্রতিক্রিয়াও দেখা যায়। তবে বৃহস্পতিবার বিকেলে কিছুটা স্বস্তির খবর। স্বস্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি পোস্টে।
বৃহস্পতিবার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেন। লেখেন, তাঁর হস্তক্ষেপের কারণেই ভারত সরকার/জাতীয় পরীক্ষা সংস্থা পরীক্ষার্থীদের জন্য একটি বিকল্প তারিখের ব্যবস্থা করেছে।
মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া সাইটে এদিন লেখেন, 'এর আগে ভারত সরকার/জাতীয় পরীক্ষা সংস্থা ২৩ জানুয়ারী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচী নির্ধারণ করেছিল। ওইদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো, যা শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করে থাকে এবং তাতেই অভ্যস্ত। এতে আমাদের পড়ুয়াদের সমস্যা তৈরি হচ্ছিল এবং আমি প্রতিবাদ জানাই এবং পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি।
আমার হস্তক্ষেপের কারণে, ভারত সরকার/জাতীয় পরীক্ষা সংস্থা আমাদের ছেলে এবং মেয়েদের জন্য একটি বিকল্প পরীক্ষার তারিখ দেওয়ার ব্যবস্থা করেছে; যাতে তারা সেই দিনে সরস্বতীর কাছে প্রার্থনা করার সুযোগ পায়!' বার্তার শেষে, তিনি সকলকে শুভকামনাও জানিয়েছেন। অর্থাৎ বাংলার এবং বাংলার মুখ্যমন্ত্রীর দাবীকেই মান্যতা।