নিহত বিমানচালকের ভাইপোকে তলব, ক্ষোভ পাইলট সংগঠনের
বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের ভাইপো ক্যাপ্টেন বরুণ আনন্দকে তলব করল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলটের আত্মীয়কে এভাবে তলব করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়া পাইলট (এফআইপি)। ইতিমধ্যে তদন্তকারী সংস্থাকে আইনি নোটিসও পাঠিয়েছে তাঁরা। পাইলট সংগঠনের দাবি, এই তলব সম্পূর্ণ ‘অযৌক্তিক’ ও ‘হয়রানিমূলক’। পাইলটদের সংগঠন জানিয়েছে, ক্যাপ্টেন বরুণ আনন্দের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত বিমানের কোনও যোগ নেই। তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উড়ান পরিকল্পনার অংশ নন। তিনি দুর্ঘটনার সাক্ষী নন। ঘটনাস্থলেও তিনি উপস্থিত ছিলেন না। শুধুমাত্র ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের আত্মীয় বলেই তাঁকে তলব করা হয়েছে। উল্লেখ্য, ভয়াবহ দুর্ঘটনা ও ২৬০ জনের মৃত্যুর দায় বিমানের পাইলট ও ক্রু’দের ঘাড়ে চাপানোর চেষ্টার অভিযোগ আগেই উঠেছিল। ক্যাপ্টেন বরুণকে তলবের বিষয়টি সেই পরিকল্পনারই অংশ বলে অভিযোগ করেছে পাইলটদের সংগঠন। দুর্ঘটনার তদন্তে পাইলটের পরিবারকে তলব আর্ন্তজাতিক উড়ান আইনের পরিপন্থী বলেও দাবি করেছে তাঁরা।