এন্ট্রান্স (জেইই) মেইনের প্রথম সেশনের পরীক্ষার কথা ছিল। এহেন অবস্থায় পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। তাতে সায় দিয়ে ২৩ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। তবে পরিবর্তিত দিনক্ষণ এখনও জানায়নি সংস্থা। এ বিষয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা নিতে চেয়েছিল এনটিএ। সেদিন নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো। পড়ুয়ারা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই দিন পালন করে। এতে অনেকেই সমস্যায় পড়েছিলেন। তারপর আমি বিষয়টিতে প্রতিবাদ জানিয়ে হস্তক্ষেপ করি। পরীক্ষার দিন বদল করতে বলি। আমার হস্তক্ষেপে দিন বদলেছে এনটিএ। এখন ২৩ জানুয়ারি সরস্বতী বন্দনা ও নেতাজিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবে রাজ্যের ছেলে-মেয়েরা।’
এনটিএ-র সূচি অনুযায়ী, ২৩ থেকে ৩০ জানুয়ারির মধ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল। পরে অবশ্য পরীক্ষার শেষদিন এগিয়ে ২৯ জানুয়ারি করা হয়। পশ্চিমবঙ্গে ২৩ জানুয়ারি পরীক্ষা হওয়ার কথা ছিল। এদিকে ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো থাকায় রাজ্যে ছুটির দিন। তাই পরীক্ষার দিন বদলের আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। এই মর্মে চিঠি দিয়েছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের সচিব। একই আর্জি জানিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বাংলার পরীক্ষার্থীরাও এনটিএ-র দ্বারস্থ হন। এক্স হ্যান্ডলে এনটিএ জানিয়েছে, ’২৩ জানুয়ারি সরস্বতী পুজো উদযাপনের জন্য পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা। সেকথা মাথায় রেখে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ জানুয়ারির পরিবর্তে নতুন দিন ঘোষণা করা হবে।’