• নজরে ভোট, উদ্বোধনী অনুষ্ঠানে মোদির মুখে ‘তামিলনাড়ু প্রসঙ্গ’, পুরানো সংসদ ভবনেই স্পিকার সম্মেলন
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কমনওয়েলথ দেশগুলির সংসদের স্পিকারদের ২৮তম সম্মেলন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এই সম্মেলনের সভাপতি। যদিও সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই ‘কৌশলে’ তামিলনাড়ুর কথা উত্থাপন করলেন তিনি। কারণ, সামনেই তামিলনাড়ুতে নির্বাচন। মোদি বলেন, তামিলনাড়ুতে দশম শতকের একটি শিলালিপিতে এমন একটি গ্রামসভার বিবরণ পাওয়া যায়, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলা আছে। জবাবদিহি ও সিদ্ধান্ত গ্রহণের স্পষ্ট নিয়ম ছিল। আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। প্রজন্মের পর প্রজন্ম শক্তিশালী হয়েছে। গণতন্ত্রকে বজায় রেখেছে ভারত। লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, ভারত, গণতন্ত্রের জননী। গণতান্ত্রিক মূল্যবোধ ও সংসদীয় ঐতিহ্যকে সুদৃঢ় করতে নেতৃত্ব দিয়েছে আমাদের দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব এবং সুদূরপ্রসারী সংস্কারের ফলে ভারত আজ বিশ্বের দ্রুততম অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। সংসদের নিরপেক্ষতা এবং জনগণের আস্থা—এই দু’টিকে গণতন্ত্রের আত্মা বলেই ব্যাখা করেন বিড়লা। সম্মেলনে কমওয়েলথ দেশগুলির সিংহভাগ উপস্থিত হওয়ায় বিদেশি প্রতিনিধিদের ধন্যবাদও জানান তিনি। এই পর্বে উল্লেখযোগ্য বিষয়, ব্রিটিশে শাসনে থাকা কমনওয়েলথ দেশগুলিকে নিয়ে সম্মেলন হচ্ছে। এখন সবাই স্বাধীন হলেও তার সম্মেলন সেলিব্রেশন হচ্ছে সেই ব্রিটিশদের তৈরি সংসদ ভবনেই। এদিন গোলাকৃতি সংসদ ভবনের সেন্ট্রাল হলে মূল অনুষ্ঠান উদ্‌যা঩পিত হয়। পুরানো ভবনের রিডিংরুমকে বদলে করা হয়েছে ‘মিনি সেন্ট্রাল হল।’ গড়া হয়েছে রেপ্লিকা। সেখানেও বিভিন্ন দেশের মধ্যে আলোচনা হয়। পুরানো ভবনের প্রাঙ্গণেই অতিথিদের লাঞ্চের ব্যবস্থা করা হয়। কিন্তু মোদির ‘নতুন ভারতে’ নতুন সংসদ ভবনে কেন অনুষ্ঠান হল না, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। 
  • Link to this news (বর্তমান)