• বাজেটে ইপিএফ-ইএসআইয়ের ঊর্ধ্বসীমা, ন্যূনতম পেনশন বৃদ্ধির মতো একগুচ্ছ ঘোষণার পথে কেন্দ্র
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামাজিক সুরক্ষা পরিষেবা ইপিএফ বা সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি ইএসআইয়ের ঊর্ধ্বসীমা বাড়ানো থেকে মাসে কর্মী পিএফের (ইপিএফ) ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি করা। রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এবারের সাধারণ বাজেটে একগুচ্ছ ঘোষণার পথে হাঁটতে চলেছে মোদি সরকার। 

    বৃহস্পতিবার শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে খবর, বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানের কর্মীদের ইপিএফ এবং ইএসআই পরিষেবা প্রাপ্তির জন্য মাসে বেতনের ঊর্ধ্বসীমা বেড়ে হতে পারে সর্বোচ্চ ৩০ হাজার টাকা। বর্তমানে ইপিএফ এবং ইএসআইয়ের ক্ষেত্রে বেতনের এই ঊর্ধ্বসীমা মাসে যথাক্রমে ১৫ হাজার এবং ২১ হাজার টাকা। অন্যদিকে, মাসে ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে আড়াই থেকে তিন হাজার টাকা। সার্বিক বিষয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। 

    এই মুহূর্তে দেশের যে সমস্ত বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানে কমপক্ষে ২০ জন কর্মী আছেন, সেই সংস্থাগুলি ইপিএফওর আওতাভুক্ত হয়। বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানে ন্যূনতম ১০ জন কর্মী থাকলে সেগুলি ইএসআইসির অধীনস্ত হয়। কর্মীদের মধ্যে যাঁরা মাসে সর্বাধিক ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন পান, তাঁরা বাধ্যতামূলকভাবে ইপিএফ পরিষেবা পান। একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানের যেসব কর্মী মাসে সর্বোচ্চ ২১ হাজার টাকা পর্যন্ত বেতন পান, তাঁরা বাধ্যতামূলকভাবে ইএসআইয়ের আওতায় থাকেন। দীর্ঘদিন ধরেই এই ঊর্ধ্বসীমার পরিমাণ বৃদ্ধির দাবি তুলেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। মাসে ইপিএফের ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়েও একাধিকবার সুপারিশ করেছে শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও। কিন্তু মোদি সরকার কারও কথায় কর্ণপাত করেনি বলেই অভিযোগ। 

    পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে যখন গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন কার্যত দোরগোড়ায়, তখন এসংক্রান্ত ঘোষণা করে মোদি সরকার আদতে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলেই বিশেষজ্ঞ মহলের দাবি। প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার ২০২৬-২৭ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে এবিষয়ে সুস্পষ্ট ঘোষণা করা হতে পারে বলে মন্ত্রক সূত্রে খবর।  ইপিএফও অছি পরিষদের সদস্য তথা শ্রমিক সংগঠন টিইউসিসির সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি বলেন, কেন্দ্রকে দীর্ঘদিন ধরে আমরা এবিষয়ে দাবি জানিয়ে চলেছি। বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেলে বেসরকারি প্রতিষ্ঠানের আরও বেশি কর্মী এহেন পরিষেবার আওতায় আসবেন। - ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)