ভোটার লিস্টের জন্যই নাগরিকত্ব যাচাই, সুপ্রিম-শুনানিতে বলল নির্বাচন কমিশন
বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: ভোটার তালিকা তৈরির জন্য শুধুমাত্র নাগরিকত্বের বিষয়টি যাচাই করা ও নির্ধারণ করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। তবে কাউকে দেশ থেকে বহিষ্কার করা বা তাঁর কাছে ভারতে থাকার বৈধ ভিসা রয়েছে কি না, সেই সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের নেই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল নির্বাচন কমিশন। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ মামলার চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলিতে নির্বাচন কমিশনের ক্ষমতার পরিধি, নাগরিকত্বের অর্থ ও ভোটাধিকার সংক্রান্ত একাধিক সাংবিধানিক প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। তারই জবাবে কমিশনের তরফে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, ভোটার তালিকার উদ্দেশ্যে শুধুমাত্র নাগরিকত্বের বিষয়টি যাচাই করে দেখবে নির্বাচন কমিশন। এর মধ্যেই তাদের ক্ষমতা সীমাবদ্ধ। কাউকে দেশ থেকে বহিষ্কার করার এক্তিয়ার নেই। বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে দ্বিবেদী বলেন, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০-এর ১৬ ধারা অনুযায়ী, সংসদ স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র দেশের নাগরিকরাই ভোটার হিসেবে নথিভুক্ত হতে পারেন। কমিশন শুধু সেটাই নিশ্চিত করছে।