• সহপাঠী খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের, আন্দোলন তুলতে ছাত্রকে লাথি মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, মাথাভাঙা: সহপাঠীকে খুনের ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার ও কঠিন শাস্তির দাবিতে হাজরাহাট-মাথাভাঙা রাজ্য সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ অবরোধ শুরু হয়। তা ওঠে বিকেল সাড়ে ৩টে নাগাদ। তিন ঘণ্টা ধরে চলা অবরোধে আটকে পড়ে প্রচুর যানবাহন। মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার পর ওঠে অবরোধ। অবরোধে শামিল একাদশ শ্রেণির এক ছাত্রকে পুলিশের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ ওঠে। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইসি। 

    প্রসঙ্গত, মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-১ পঞ্চায়েতের পূর্ব বালাসিতে প্রেম সংক্রান্ত বিবাদে মোট তিনজনের মৃত্যু হয়েছে। প্রেমিক যাদব সরকার, তাঁর কাকা মানব সরকার ও খুড়তুতো ভাই দেব সরকারের মৃত্যুর ঘটনায় মোট ২১ জনের নামে মাথাভাঙা থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতদের পরিবারের লোকজন। পুলিশ ওই ঘটনায় মূল অভিযুক্ত সহ ১০ জনকে এখনও গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক। দেব হাজরাহাট হরিশ্চন্দ্র হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সেদিন সে যাদব সরকারের বাইকে করে যাচ্ছিল। রাস্তায় দু’জনকে আটকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ও মাথায় লোহার রড দিয়ে মারা হয়। কোচবিহারের একটি নার্সিংহোমে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর দেবের মৃত্যু হয়। 

    এদিন হাজরাহাট হরিশ্চন্দ্র হাইস্কুলের ছাত্রছাত্রীদের দাবি,তাদের সহপাঠীকে নির্মমভাবে যারা খুন করেছে তাদের সকলকে গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানায়।  ছাত্র সঞ্জয় সরকার বলে, আমাদের সহপাঠীকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের কঠিন শাস্তি চাই। এখনও অনেক অভিযুক্ত পালিয়ে আছে। পুলিশকে দ্রুত তাদের খুঁজে বের করতে হবে। আইসি এসে আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ তুলে নিয়েছি। এদিন পুলিশ আমাদের এক সহপাঠীকে লাথি মেরেছে। দোষী পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আমরা আবারও রাস্তায় নামব। 

    হাজরাহাট হরিশ্চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক সুনীল বর্মন জানান, দেব ভালো ছেলে ছিল। পড়াশোনোতেও ছেলেটা ভালো ছিল। ওর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, ছাত্রছাত্রীদের দাবি শুনেছি। আমরা সমস্ত অভিযুক্তকে ধরতে চেষ্টা চালাচ্ছি। ছাত্রকে লাথি মারার বিষয়টি খতিয়ে দেখব। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)