• আজ মেদিনীপুরে অভিষেকের সভায় ১ লক্ষ জমায়েতের টার্গেট তৃণমূলের
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর:  আজ, শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসভায় এক লক্ষ মানুষের সমাগম করাই লক্ষ্য তৃণমূল নেতৃত্বের। এই সভা অনুষ্ঠিত হবে মেদিনীপুর শহরের কলেজ মাঠ প্রাঙ্গণে। দুপুর ২টো নাগাদ সভা শুরু হওয়ার কথা। সভায় মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম ও ঘাটাল সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। স্থানীয় তৃণমূল নেতারা জানান, গোটা শহর দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। কর্মীদের জন্য একাধিক গেট রাখা হচ্ছে। তবে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ আসবেন তো? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে মেদিনীপুরের নেতাদের মাথায়। কারণ, গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলেও ঝাড়গ্রামের কর্মীদের উপস্থিতি ছিল বেশ কম। এর ফলে মেদিনীপুর থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের বাসে চাপিয়ে ঝাড়গ্রামে নিয়ে যেতে হয়েছিল।ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলেন, মকর পরব চলছে। তাও এই জেলা থেকে চার হাজার মানুষ যাবেন। ৭০টি বাসের ব্যবস্থা রাখা হয়েছে।মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও মেদিনীপুর সাংগঠনিক যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তীর কথায়, জনসভার জন্য আমরা সবদিক থেকে প্রস্তুত। আজ, প্রায় ১ লাখ মানুষের সমাগম হবে। প্রচুর সংখ্যক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে। আমাদের একজন কর্মীও যাতে সমস্যায় না পড়েন, সেদিকে নজর দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন আসন্ন। একদিকে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে, অপরদিকে জেলা জুড়ে রাজনৈতিক দলগুলির নানা কর্মসূচি দেখা যাচ্ছে। তৃণমূল চাইছে জেলা জুড়ে জয়ের ধারা বজায় রাখতে। তাই নির্বাচন আসতেই ফের কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূলের প্রথম সারির সব নেতারা। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না গেরুয়া বাহিনী। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত বলেন, ভাইপোকে সাধারণ মানুষ পছন্দ করেন না। ভাইপো মানেই দুর্নীতি। এবার দেখুন, বিজেপি ক্ষমতায় আসছে। এদিকে, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, সামনের নির্বাচনের পর বিজেপি দলটাই আর থাকবে না। আজ মানুষের ঢল নামবে। যা দেখে স্থানীয় বিজেপি নেতারা ভয় পাবেন।  অভিষেকের সভার প্রস্তুতি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)