• কালনার গ্রামীণ চিকিৎসকের তৈরি বঙ্গীয় রাবাবে বুঁদ দেশ-বিদেশের সঙ্গীত প্রেমীরা
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কালনা: করোনাকালে কত মানুষ চাকরি হারিয়েছেন। কত মানুষের রুটি-রুজি সংকটের মুখে পড়েছে। কিন্তু কারও কারও জীবনে হয়তো ওই অতিমারীই নিয়ে এসেছে ভাগ্যদেবীর আশীর্বাদ। তেমনই একজন হলেন কালনার রামকৃষ্ণপল্লির বাসিন্দা অসিত বাড়ৈ। অসিতবাবুর ছিলেন গ্রামীণ চিকিৎসক (কোয়াক ডাক্তার)।  করোনার সময় তাঁর পেশায় ভাটার টান পড়ে। পরিবারে শুরু হয় আর্থিক সমস্যা। কিন্তু ছোটবেলার গিটার শিক্ষাই মানুষটির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। করোনার সময় থেকেই তিনি একেবারে নিজের উদ্ভাবনী শক্তির উপর ভর করে বানিয়েছেন বিভিন্ন ডিজাইনের বঙ্গীয় রাবাব। এরপর একে একে তাঁর হাত দিয়ে বেরিয়েছে সুর তরঙ্গ, রাধিকা  বীনা, মোহনি নামক সব সঙ্গীত যন্ত্র। আজ অসিতবাবুর হাতে তৈরি সব সঙ্গীতযন্ত্রের বরাত আসছে আমেরিকা, সুইডেন, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ প্রভৃতি দেশে থেকে। এছাড়াও দেশের মধ্যে পাঞ্জাব, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্য থেকেও বরাত বেশ ভালো। 

    কালনা সাতগাছিয়া পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লির বছর চল্লিশের অসিত বাড়ৈ। করোনা কালে যখন পেশাগতভাবে তিনি এককথায় বিধ্বস্ত, ঠিক তখনই সিরিয়াল আলিফ লায়লায় রাবাব সঙ্গীত যন্ত্র দেখে নতুন ভাবনা  খেলে যায় অসিতবাবুর মাথায়। একদিকে সঙ্গীতের প্রতি ভালোবাসা ও অন্যদিকে অল্প বয়সের সেই গিটারের শিক্ষাই তাঁকে পথ দেখায়। সুরের ভালোবাসা থেকে সেতার, দোতারা ও রাবাব যন্ত্রকে একত্রে নিজের উদ্ভাবনা শক্তি কাজে লাগিয়ে তৈরি করে ফেলেন বাংলা ঘরনায় একাধিক সঙ্গীত যন্ত্র। নিজেও মুগ্ধ হয়ে যান তাঁর আবিস্কৃত সব যন্ত্রের সুরের মূচ্ছর্নায়। নিজের তৈরি সঙ্গীত যন্ত্রের নাম দিয়েছেন বঙ্গীয় রাবাব, মোহিনী, সুর তরঙ্গ, রাধিকা বীনা প্রভৃতি। সেই সঙ্গীত যন্ত্রের বিষয় সোস্যাল মিডিয়ায় পোষ্ট করতেই ভাগ্যদেবী সহায় হয়েছেন। মুম্বই, পাঞ্জাব সহ বিদেশ থেকে দ্রুত অর্ডার আসতে শুরু করেছে। তাঁর তৈরি নব ভাবনার সুর যন্ত্রের ওজন কম। দুই কেজি থেকে তিন কেজি একেকটি যন্ত্রের ওজন। যা বহনযোগ্য। দাম ১০ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে। বিদেশে অর্ডার সাপ্লাই দিতে গেলে আলাদা পোষ্টাল খরচ লাগে। সঙ্গীত যন্ত্র তৈরিতে ব্যবহার করেন কাঠাল, তুন, মেহগনি গাছের কাঠ। আজ আর অসিতবাবুর নাওয়া-খাওয়ার সময় নেই। একাই রাত দিন এক করে তৈরি করে চলেছেন একের পর এক সঙ্গীত যন্ত্র। 

    অসিতবাবুর কথায়, করোনা আমার জীবনের স্বপ্ন অনেকটাই পূরণ করেছে। গ্রামীণ চিকিৎকের পেশা দিয়ে কর্মজীবনের শুরু। কিন্তু অতিমারির জেরে যখন পেশার ক্ষতি হতে শুরু করে তখন সঙ্গীতের টানে গিটারের সুর ও মনকে দোলা দিতে থাকে। আলিফ লায়লা সিরিয়ালে রাবারের ব্যবহার দেখে নতুন সঙ্গীত যন্ত্র তৈরির ভাবনা মাথায় আসে। তৈরি করে ফেলি রাবাব, সেতার ও দোতারার সুরের সংমিশ্রণে এক ধরণের সঙ্গীত যন্ত্র। নাম দেই বঙ্গীয় রাবাব। সেই রাবাবে সুর তুলে তার ভিডিও সোস্যাল মিডিয়ায় পোষ্ট করি। তারপরই যেন ভাগ্য বদলে গেল। আজ দেবী সরস্বতীর কৃপায় মাসে দেশ বিদেশ থেকে ৮-১০টি সঙ্গীতযন্ত্রের বায়না আসে।  সঙ্গীত যন্ত্র বানাতে ব্যস্ত কালনার রামকৃষ্ণপল্লীর অসিত বাড়ৈ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)