• জয়দেব কেঁদুলিতে বাউল, ফকিরদের গানের সঙ্গে দেদার বিকোচ্ছে কলা
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: সময়ের সঙ্গে সমাজ বদলায়, বদলায় মানুষের জীবনযাপন। কিন্তু কিছু ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী ধরে একই রকম থেকে যায়—যেন সময়ের স্রোতকেও উপেক্ষা করে চলে। জয়দেব-কেন্দুলি মেলা তেমনই এক ব্যতিক্রমী ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে আজও।

    হাজার বছরের পুরনো এই মেলা একদিকে যেমন কবি জয়দেব, বাউল ও ফকিরদের সাধনা ও সংগীতের জন্য বিখ্যাত, তেমনি অন্যদিকে কলার জন্যও সমানভাবে পরিচিত। সেজন্য অনেকেই এই মেলাকে কলার মেলাও বলে থাকেন। মেলায় আসা মানুষ নিজেদের ঘরের জন্য কলা কেনেন। আবার অনেকে মেলাতে বসেই কলা খেয়ে থাকেন বলে জানা গিয়েছে। এই মেলায় যত কলা বিক্রি হয় তার সবটাই চাঁপা কলা। 

    জানা গিয়েছে, মেলার প্রায় সপ্তাহখানেক আগে থেকেই অজয় নদের বালুচরে শুরু হয় প্রস্তুতি। বড়, বড় মাটির তৈরি  গোলায় কাঁচা কলা ভরে তার উপর মাটি চাপা দিয়ে রাখা হয়, যাতে ধীরে, ধীরে কলা পাকে। হাজার হাজার কাঁদি কলা এভাবেই প্রস্তুত করা হয় মেলার জন্য। এই শতাব্দীপ্রাচীন  রীতি আজও অক্ষুণ্ণ।

    রাজ্যের অন্যতম বৃহৎ গ্রামীণ মেলা হিসেবে পরিচিত জয়দেব- কেঁদুলি মেলায় মকর সংক্রান্তি উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে লক্ষাধিক মানুষ যান। আখড়ায় সারারাত ধরে চলে বাউল ও কীর্তনের আসর। লঙ্গরখানায় বিনামূল্যে খাওয়াদাওয়ার ব্যবস্থা রয়েছে। আর কেনাকাটার তালিকায় থাকে চপ, মুড়ি, জিলিপি ও অবশ্যই কলা।

    এই মেলায় পাওয়া যায় নানা ধরনের চাঁপা কলা। মানুষ মূলত দু’টি কারণে কলা কেনেন এক, নিজের বাড়ির জন্য এবং আত্মীয়স্বজনের বাড়িতে পাঠানোর জন্য। এই রীতি শুধু হিন্দু সমাজেই সীমাবদ্ধ নয়, জয়দেব সংলগ্ন বহু মুসলিম গ্রামেও মকর সংক্রান্তিতে আত্মীয়দের বাড়িতে কলা পাঠানোর প্রথা রয়েছে।

    মেলা উপলক্ষ্যে হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার কাঁদি কলা আসে। এবছর কাঁদি প্রতি কলার দাম ২৫০ থেকে ৩০০ টাকা। কলার বিক্রেতা শিবু ঘোষ, হেমন্ত ঘোষরা  জানান, চারদিনের মেলায় কয়েক হাজার কাঁদি কলা বিক্রি হয়। প্রতিবছর এই মেলায় কলার প্রচণ্ড চাহিদা থাকে। 

    ইলামবাজার ব্লকের এক বাসিন্দা শেখ পারভেজের কথায়, এই সময় আত্মীয়দের বাড়িতে কলা পাঠানো আমাদের পারিবারিক রীতি। হিন্দু-মুসলিম নির্বিশেষে এই ঐতিহ্য মেনে চলি আমরা।
  • Link to this news (বর্তমান)