• শুনানির ডাক? নথি আপলোড করতে পারবেন ভোটার নিজেই!
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার নিজেই এবার শুনানির নথি আপলোড করতে পারবেন। এমনই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুধু তা-ই নয়, সেই নথি আপলোড করার পর প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট কপিও দেওয়া হচ্ছে ভোটারদের। তবে যাঁদের এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকবে, তাঁরাই এই সুযোগ পাবেন। 

    কিন্তু কীভাবে নিজেই শুনানির নথি আপলোড করতে পারবেন ভোটার? এজন্য প্রথমেই সংশ্লিষ্ট ব্যক্তিকে মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে খুলতে হবে eci.gov.voters.in ওয়েবসাইট। সেখানে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে সংশ্লিষ্ট ভোটার ‘লগ ইন’ করবেন ভোটার্স সার্ভিস পোর্টালে। এরপর প্রথমেই দেখা যাবে এসআইআর সংক্রান্ত ট্যাব। সেটির নীচে থাকা অপশনে নথি আপলোড করার সুযোগ দেওয়া রয়েছে। ‘সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিস ইস্যুড’ (Submit Document Against Notice Issued) নামক অপশনে ক্লিক করলেই ভোটারের এপিক নম্বর অথবা তাঁকে যে শুনানির নোটিস ইস্যু করা হয়েছে সেটির রেফারেন্স নম্বর বসাতে হবে। এরপরই নথি আপলোড করতে পারবেন ভোটার। এক্ষেত্রে অবশ্য কমিশন নির্ধারিত ১৩টি নথি গ্রহণযোগ্য। অন্য কোনও নথি দেওয়া যাবে না। কোনও ভোটার যদি অন্য নথি আপলোড করতে চান, সেক্ষেত্রে তাঁকে যেতে হবে নীচে দেওয়া ‘অ্যাড ডকুমেন্ট’ অংশে। সেখানে ক্লিক করে আপলোড করতে হবে অন্য নথি। আপলোড পর্ব শেষে একটি প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট নম্বরও মিলবে। 

    যদিও এপিকের সঙ্গে মোবাইল নম্বরের সংযোগ না থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। সাধারণত ৮ নম্বর ফর্ম পূরণ করে তা ‘লিংক’ করাতে হয়। তেমনটা করা না থাকলে এই অপশন কাজ করবে না। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, রাজ্যের কোটি কোটি ভোটারের এপিক ও মোবাইল সংযোগ নেই। এদিকে, ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার সময়সীমা ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৯ জানুয়ারি করার কথা বৃহস্পতিবার ঘোষণা করেছে কমিশন।
  • Link to this news (বর্তমান)