তিন ‘অভিশাপ’ পেরিয়ে পানীয় জলের স্বপ্নপূরণ দিঁগসুইয়ে, গ্রামে গ্রামে উচ্ছ্বাস
বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডিভিসি ক্যানাল, রেললাইন এবং সরকারি আইনের ফাঁস। ওই তিন সমস্যার কারণে হুগলির জেলা সদর লাগোয়া দিঁগসুই হোয়েরা গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ জায়গায় পানীয় জল পৌঁছায়নি।
এক-দু’বছর নয়, বছরের পর বছর মানুষকে এই ভোগান্তি সহ্য করতে হয়েছে। ২০২৬ সালে এসে এই দিঁগসুই গ্রামের মানুষের মুখে হাসি ফুটতে চলেছে। কারণ, এবার গুটিকয় পরিবারের জন্য জলপ্রকল্প করার সুযোগ তৈরি হয়েছে। দিঁগসুইয়ে ফেব্রুয়ারি মাসের মধ্যে অন্তত ছ’টি জলপ্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চায়েত কর্তারা। তাতেই উচ্ছ্বাস ছড়িয়েছে গ্রামীণ এলাকায়।
ডহরচাকলা দুর্লভপাড়া, ভরতপুরের বড়োপাড়া, রাজারামবাটি, হোয়েরার মতো জনপদগুলিতে এখন পানীয় জল পাওয়ার স্বপ্ন পূরণ শুধু সময়ের অপেক্ষা। সমস্ত জটিলতা এড়িয়ে সেই স্বপ্নপূরণে পঞ্চায়েতের হাতিয়ার হয়েছে মুখ্যমন্ত্রীর মাইলফলক প্রকল্প, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। এই প্রকল্পের জেরে দায়মুক্ত হতে পেরেছেন পঞ্চায়েত প্রধান নিজেও। দিঁগসুইয়ের উপপ্রধান বীরেন্দু খাঁড়া বলেন, ডিভিসি ক্যানাল আর রেললাইন যেন আমাদের পঞ্চায়েতের জন্য অভিশাপ হয়ে উঠেছিল। ওই দুই কারণে অনেক জায়গায় জলপ্রকল্প করতে পারছিল না পিএইচই। সরকার প্রথাগত প্রকল্পগুলি দিয়ে ছোটো ছোটো এলাকার মানুষের চাহিদা এতদিন পূরণ করতে পারেনি। অবশেষে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে একগুচ্ছ জলপ্রকল্প আমরা পেয়েছি। তাতে গ্রামীণ মানুষের একাংশের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা দূর হবে।
ডহরচাকলার দুর্লভপাড়ায় থাকেন তাপস প্রামাণিক। জন্ম থেকেই তিনি দেখেছেন, বাড়ির বড়োদের অন্য জায়গা থেকে জল বয়ে আনতে। তাপসবাবু বলেন, আমাদের পাড়ায় ৩০ ঘরও বাসিন্দা নেই। তাই সরকারি জলপ্রকল্প এখানে করা যাবে না। আবার, পিএইচই’র জলের লাইন রেলপথ ও ডিভিসি ক্যানাল পার করে পাতা যাবে না। ফলে পাড়ার মানুষ সরকারি জলপ্রকল্প থেকে বঞ্চিত হতে হচ্ছিল। কিন্তু এবার আমাদের পাড়ায় জলপ্রকল্প হবে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে আমরা দাবি রেখেছিলাম। তা অনুমোদন হয়েছে।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সরকারি নলকূপ বা জলপ্রকল্পের জন্য অন্তত ৩০ ঘরের বসতি দরকার হয়। কিন্তু দিঁগসুইয়ে অনেক জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে বাসস্থান গড়েছেন। ফলে সর্বত্র সেই সংখ্যা জোটানো যায়নি। সঙ্গে বিপদ বাড়িয়েছে ডিভিসি ক্যানাল ও রেলপথ। যে কারণে একাধিক প্রান্তিক জনপদে জল পৌঁছায়নি। বহু বছরের সমস্যা মিটিয়ে এবার একগুচ্ছ জলপ্রকল্প করা হচ্ছে। এখন বিনা পরিশ্রমে জলের উৎস পাওয়ার উচ্ছ্বাসে মাতোয়ারা দিঁগসুই-হোয়েরা পঞ্চায়েত।