• নানা অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণপুর ব্যায়াম সমিতির শতবর্ষ পালন শুরু
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রভাতফেরি, সমাজসেবামূলক কর্মসূচি ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাওড়ার রামকৃষ্ণপুর ব্যায়াম সমিতির শতবর্ষ  উদযাপনের সূচনা হল। ১৯২৭ সালে পথ চলা শুরু সমিতির। এই উপলক্ষ্যে সারা বছর ধরে যোগাসন, পাঁচ মাইল দৌড় থেকে শুরু করে অঙ্কন, আবৃত্তি, গান, নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সমিতির প্রাঙ্গণে। শতবর্ষের ইতিহাস সম্পর্কে সংগঠনের জনসংযোগ বিভাগের কো-চেয়ারম্যান অম্বর নাথ সিংহ জানান, ভারতে ভারোত্তোলন প্রতিযোগিতার অন্যতম পথিকৃৎ এই সমিতি। 

    জাতীয় ও আন্তর্জাতিক বহু খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর। সমিতির প্রতিষ্ঠাতা, প্রয়াত শৈলেন সিংহ একজন দক্ষ ক্রীড়া প্রশাসক ও প্রথম এশিয়ান গেমসে অন্যতম বিচারক ছিলেন। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে সেরা ক্রীড়া সংগঠকের সম্মানেও ভূষিত হন। সমিতির সামরিক বাদ্যকে শংসাপত্র দিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। একসময় পূর্ব ভারতে ভারোত্তোলন প্রতিযোগিতার অন্যতম আয়োজক ছিল এই সংগঠন। সমিতির সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকোলাই বুলগানিন যখন ভারত সফরে আসেন সেই সময় তিনি সমিতিকে একটি বারবেল উপহার দিয়ে গিয়েছিলেন। সেটি আজও সংরক্ষিত আছে সমিতিতে। 

    প্রসঙ্গত, সংগঠনের প্রাক্তন সভাপতি প্রয়াত রণেন সিংহের আঁকা সমিতির শতবর্ষের ইতিহাসের নানা উল্লেখযোগ্য ঘটনা প্রদর্শনী কক্ষে সংরক্ষিত আছে। এমন একটি সংগঠনের শতবর্ষ নিয়ে এলাকার মানুষ স্বভাবতই আপ্লুত। তাঁরাও এই অনুষ্ঠানগুলিকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে এসেছেন।
  • Link to this news (বর্তমান)