• ৫০০ শতাংশ রিটার্নের টোপ! ৩০ লক্ষ টাকা প্রতারণায় গ্রেপ্তার এক
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শেয়ার ট্রেডিংয়ে উচ্চ রিটার্নের টোপ। মাত্র সাতদিনে বিনিয়োগের উপর ৫০০ শতাংশ রিটার্ন! সেই টোপে পা দিয়ে ৩০ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছেন সল্টলেকের এক যুবক। তদন্তে নেমে বুধবার, ১০ দিনের মধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাহুল আমিন। বয়স ৩২ বছর। বীরভূমের সিউড়ি থানা এলাকায় তার বাড়ি। এই চক্রে আরও কেউ যুক্ত কি না, তার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে বাকিদের খোঁজ চলছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনিয়োগ প্রতারণা বা ইনভেস্টমেন্ট ফ্রড দিন দিন বেড়েই চলেছে। অল্প সময়ে অতিরিক্ত লাভের আশায় সব বয়সের মানুষই এই ফাঁদে পা দিচ্ছেন। সল্টলেকের প্রতারিত ব্যক্তির বয়স ৪৭ বছর। তিনি ফেসবুক দেখেই বিনিয়োগের ফাঁদে পড়েন। প্রথমে তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। তারপর প্রতারকরা একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। তাঁকে দু’টি উচ্চ রিটার্নের শেয়ার ট্রেডিংয়ের কথা জানায় প্রতারকরা। বলা হয়, তিনদিনের ট্রেডিংয়ে ২৫-৬৫ শতাংশ এবং সাতদিনের ট্রেডিংয়ে ৩০০ থেকে ৫০০ শতাংশ নিশ্চিত রিটার্ন!

    তাতে তিনি ২৯ লক্ষ ৬০ হাজার টাকা অর্থাৎ প্রায় ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন। প্রতারকদের দেওয়া ভুয়ো অ্যাপে বিনিয়োগ সহ তাঁর রিটার্ন ব্যালান্স দেখানো হয়েছিল, ৪ কোটি সাড়ে ৯৩ লক্ষ টাকা। কিন্তু, রিটার্ন তো দূরের কথা, বিনিয়োগের এক টাকাও ফিরে পাননি তিনি। গত ৫ জানুয়ারি তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, ব্যাংককর্মী পরিচয় দিয়ে প্রায় তিন লক্ষ টাকা প্রতারণার ঘটনায় বুধবার জামতাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করল এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শহিল সিং। জামতাড়ায় তার বাড়ি। গত সেপ্টেম্বরে এয়ারপোর্ট থানা এলাকার এক বাসিন্দা একটি ফোন পান। অভিযুক্ত যুবক নিজেকে ব্যাংককর্মী বলে পরিচয় দিয়ে কেওয়াইসি আপডেটের নাম করে ব্যক্তিগত নথি হাতিয়ে নেয়। তারপর ওটিপি পাঠিয়ে অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা তুলে নেয়। গত ৯ সেপ্টেম্বর এ ব্যাপারে প্রতারিত গ্রাহক এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার তদন্তে নেমে পুলিশ জামতাড়ার ওই যুবককে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)