• শীতেও জলমগ্ন পানিহাটির রাস্তা ৭ ঘণ্টা অবরোধ করলেন বাসিন্দারা
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: ফি বর্ষায় জলমগ্ন হয় পানিহাটি। ড্রেনের নোংরা জল ও আবর্জনায় ভেসে যায় বাড়ি ও রাস্তাঘাট। কিন্তু শীতে? বদল নেই ছবির। ভরা শীতেও জল জমার যন্ত্রণা থেকে রেহাই মিলছে না। ড্রেনের নোংরা জলে ভেসে গিয়েছে রাস্তা। সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। তিতিবিরক্ত বাসিন্দারা বৃহস্পতিবার সকাল থেকে আগরপাড়া কদমতলায় প্রায় সাত ঘণ্টা এপিসি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়েন পুরসভার চেয়ারম্যান। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের এপিসি রোড অন্যতম গুরুত্বপূর্ণ। এই রাস্তা একদিকে নিমতা, অন্যদিকে আগরপাড়া স্টেশনের সঙ্গে সংযোগ রক্ষা করেছে। বর্ষাকালে এপিসি রোড ছাড়াও বিস্তীর্ণ আগরপাড়া জলের তলায় চলে যায়। সম্প্রতি আগরপাড়া এলাকায় একাধিক রাস্তার কাজ শুরু হয়েছে। কিন্তু এপিসি রোডের বেহাল অবস্থা এখনও ঘোচেনি। নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ড্রেনের জল সরাসরি রাস্তায় এসে জমছে। বিস্তীর্ণ রাস্তা নোংরা জলে ডুবে রয়েছে। সেই জল পেরিয়ে স্কুল কলেজের পড়ুয়া, অফিস যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। মূল রাস্তার পাশাপাশি ওয়ার্ডের ভিতরে বিভিন্ন রাস্তাও বেহাল। বহু জায়গায় ড্রেন বন্ধ হয়ে রাস্তা দিয়ে জল বয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সমস্যা সমাধানের দাবিতে তাঁরা একাধিকবার পুরসভা ও স্থানীয় কাউন্সিলারের দ্বারস্থ হয়েছেন। কিন্তু লাভ হয়নি। স্থানীয় তৃণমূল কাউন্সিলার শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে বাসিন্দারা ক্ষোভ উগরে বলেন, ভোটের সময় ছাড়া কাউন্সিলার আসেন না। অভিযোগ জানালে তিনি উলটে ওই জায়গা থেকে দোকান ও জমি বিক্রি করে চলে যেতে বলেন। 

    বিরক্ত বাসিন্দারা আগরপাড়া কদমতলায় এপিসি রোড অবরোধ করেন। বাঁশ ও কাঠ দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হয়। খবর পেয়ে ঘোলা থানার পুলিশ এসে অবরোধ তুলতে ব্যর্থ হয়। সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। যার জেরে ওই রাস্তা দিয়ে চলা ছোটো গাড়ির চালকরা বিপাকে পড়েন। বেশ কিছু গাড়ি অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়। 

    পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে ঘটনাস্থলে এসে প্রথমে বিক্ষোভের মুখে পড়েন। কাউন্সিলারের ভূমিকা নিয়ে তাঁরা পুরপ্রধানের সামনে সরব হন। পরে তাঁর আশ্বাসে অবরোধ ওঠে। সোমনাথবাবু বলেন, এপিসি রোডের নিকাশির জল নিমতা হয়ে উদয়পুর ক্যানালে পড়ে। কোথাও ব্লকেজ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে উত্তর দমদমের পুরপ্রধানের সঙ্গেও কথা বলেছি। আজ শুক্রবার থেকেই জেসিবি মেশিন ও লেবার নামিয়ে নিকাশির পলি তোলার কাজ করা হবে। এছাড়া ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কার হবে পেভার ব্লক দিয়ে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)