আমেরিকার প্রেসিডেন্টের হাতে তাঁর নোবেল পদক তুলে দিয়েছেন মারিয়া করিনা মাচাদো। আপ্লুত ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মারিয়াকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি লিখলেন, ‘অসাধারণ মহিলা। অনেক কিছু সহ্য করে আজ এই জায়গায় এসেছেন। তাঁকে অভিনন্দন।’
মুম্বইয়ের ২৯টি পুরসভার নির্বাচন হয়েছে গত কাল। আজ, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে ফলপ্রকাশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। ১৫,৯৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। বিজেপি-শিবসেনা জোট বাজিমাত করতে পারবে? নাকি ঠাকরে ভাইয়ের মিলন বদলে দেবে মুম্বইয়ের ভাগ্য? পাল্লা ভারী কার দিকে?
পশ্চিম মেদিনীপুরে ‘রণ সংকল্প সভা’ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট স্কুল গ্রাউন্ডে হবে সভা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুপুর ১টা থেকে সভা শুরু হওয়ার কথা।