• ‘ওয়ান লাস্ট টাইম…’ আগামী সপ্তাহ থেকেই কি শীত বিদায়ের প্রস্তুতি শুরু?
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৬
  • শীতের বিদায় ঘণ্টা কি তবে বেজেই গেল? আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট বলছে, কনকনে শীতের আমেজ শহরে আর মাত্র সপ্তাহ খানেক। বুধবার রাতে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। কিছুটা কমে বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। আবহবিদরা জানিয়েছেন, এই মরশুমে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে নামার আর বিশেষ সম্ভাবনা নেই। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কমে হয়েছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে আজ, শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই উত্তুরে হাওয়ার গতিবিধিতে কিছুটা লাগাম পড়বে। আলগা হবে শীতের দাপট দাপটও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে ফিকে হতে শুরু করবে শীত। সরস্বতী পুজো পর্যন্ত শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা শীত পড়ার সম্ভাবনা আর নেই। উত্তরের পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের সর্বত্রই ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

    আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

    আবহাওয়াবিদদের পূর্বাভাস, শনিবার পর্যন্ত শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। তবে, রবিবার দুপুরের পরে থেকে কমে আসবে উত্তুরে হাওয়ার দাপট। সোমবার থেকে বুধবারের মধ্যে শহরের তাপমাত্রা বাড়তে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কমবে শীতের দাপটও।

    শুক্রবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা দেখতে পাওয়ার সম্ভাবনা থাকছে। রবিবারের পরে থেকে ধীরে ধীরে কমবে কুয়াশার দাপট।

    অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে। শনিবার ও রবিবার কুয়াশার দাপট বাড়তে পারে উত্তরবঙ্গে। দৃশ্যমানতাও নেমে আসতে পারে প্রায় ৫০ মিটারের কাছাকাছি। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

  • Link to this news (এই সময়)