এই সময়, মেদিনীপুর: সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে সরগরম মেদিনীপুর। মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী বৃহস্পতিবার দাবি করেন, শুক্রবার লোকসমাগমের নিরিখে এই সভা সর্বকালের সব রাজনৈতিক সভার রেকর্ড ছাপিয়ে যাবে। লক্ষাধিক মানুষের জমায়েত হবে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে।।
সভার জন্য সুবিশাল মঞ্চ তৈরি প্রায় শেষ। মঞ্চের পিছনে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। বৃহস্পতিবার দুপুরে একটি কপ্টার মহড়াও দেয়। সভাকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে গোটা মেদিনীপুর শহর। দলীয় ঝান্ডা, ফ্লেক্স ও হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে প্রধান সড়ক থেকে অলিগলি। মেদিনীপুর পুরসভার ২৫টি ওয়ার্ডে যুব তৃণমূলের উদ্যোগে টোটো নিয়ে চলছে মাইক প্রচার।
'আবার জিতবে বাংলা' শিরোনামে আয়োজিত এই সভা ছাব্বিশের নির্বাচনের আগে কার্যত তৃণমূলের নির্বাচনী প্রচারের রূপ নিতে চলেছে। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক সুজয় হাজরা বলেন, 'প্রতিটি ব্লক ও বিধানসভা এলাকা থেকে প্রচুর মানুষ আসবেন। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য মানুষ মুখিয়ে আছেন।'