উৎসবের মরশুমে মায়াপুরে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে রুম বুকিংয়ের নামে পুণ্যার্থী ও পর্যটকদের প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এমন ঘটনা সামনে আসায় প্রতারকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ISKCON কর্তৃপক্ষ। এই নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে মায়াপুর ISKCON-এর মায়াপুর কর্তৃপক্ষের তরফে।
ISKCON-এর তরফে জানানো হয়েছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণা করছে। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করে রুম বুকিংয়ের নামে প্রতারণা করা হচ্ছে পর্যটকদের সঙ্গে। কর্তৃপক্ষের অভিযোগ, প্রভুপাদ ভিলেজ, ইশোদ্যান, গদা ভবন, কুচ ভবন এবং গীতা ভবনেঘর পাওয়া যাচ্ছে বলে দাবি করছে ওই ওয়েবসাইটগুলি।
ISKCON কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেছেন, ‘এই ওয়েবসাইটগুলি এমন ভাবেই তৈরি যে, দেখে আসল মনে হবে এবং বিশ্বাস জন্মাতে বাধ্য। সাধারণত, উৎসবের মরশুমে ওয়েবসাইটে বুকিংয়ের মাধ্যমে ডিস্কাউন্ট-সহ একাধিক সুযোগসুবিধা দেওয়ার ফাঁদে ফেলে প্রতারকরা। আর তারপরেই বুকিংয়ের টাকা দিয়ে দিলেই সব ওয়েবসাইট উধাও হয়ে যায়।’
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ISKCON-এ ঘর বুক করার জন্য একটিই অথোরাইজ়ড পোর্টাল রয়েছে। https://www.visitmayapur.com/ এই পোর্টালের মাধ্যমেই ISKCON-এ ঘর বুকিং সংক্রান্ত সমস্ত কাজ হয়। এই পোর্টাল ছাড়া কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ফোনের মাধ্যমে রুম বুকিং হয় না। প্রতারকদের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাধারমণ দাস।