• বামনগাছি স্টেশনে থামল না AC লোকাল, ট্রেন থেকে নামতে না পেরে ক্ষোভ যাত্রীদের
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৬
  • টিকিট কেটেও ট্রেনে উঠতে পারলেন না যাত্রীরা। স্টেশনে থামলই না ট্রেন। ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ মেন সেকশনের বামনগাছি স্টেশনে। নির্ধারিত স্টপ অনুযায়ী বামনগাছি স্টেশনে দাঁড়ায়নি শিয়ালদহগামী ডাউন রানাঘাট AC লোকাল। এর ফলে স্টেশনে থাকা যাত্রীদের একাংশ যেমন ট্রেনে উঠতে পারেননি, তেমনই ট্রেনে থাকা অনেকেই বামনগাছি স্টেশনে নামতেও পারেননি।হয়রানির শিকার হয়ে যাত্রীদের অভিযোগ, ট্রেনে কর্তব্যরত গার্ডের ভুলের জন্যই ট্রেন দাঁড়ায়নি বামনগাছিতে।

    ট্রেনের টাইমটেবল অনুযায়ী, শিয়ালদহগামী ডাউন রানাঘাট AC লোকাল সকাল ৮:৪৪ মিনিটে রানাঘাটে দাঁড়ানোর কথা। কমবেশি ২৫ জন যাত্রী টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু ট্রেন এলেও বামনগাছিতে না দাঁড়িয়েই এগিয়ে যায় ট্রেন। বিপাকে পড়েন যাত্রীরা। ট্রেন চলে গেলে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। টিকিট কাউন্টারে গিয়ে তাঁরা জানতে চান, কী কারণে ট্রেন দাঁড়াল না। তাঁদের অভিযোগ, বামনগাছিতে ট্রেন দাঁড়ানোর কথা থাকলেও তা দাঁড়ায়নি।

    অভিযোগ, ট্রেনে কর্তব্যরত গার্ডের ভুলের কারণেই শুক্রবার বামনগাছিতে দাঁড়ায়নি AC লোকাল। বামনগাছির স্টেশনমাস্টার ননীগোপাল সরকার বিষয়টি শিয়ালদহে কন্ট্রোল রুমে জানান। এরপরই কন্ট্রোল রুম থেকে বলা হয়, ডাউন AC বনগাঁ লোকালকে বারাসতে দাঁড় করানো হচ্ছে। বামনগাছি স্টেশন থেকে যে সব যাত্রী AC লোকালের টিকিট কেটেছেন তাঁদের বামনগাছি স্টেশন থেকে পরবর্তী ডাউন দত্তপুকুর লোকাল ধরে বারাসত স্টেশনে চলে যাওয়ার অনুরোধ করা হয়। বারাসত থেকে তাঁরা ডাউন AC বনগাঁ লোকালে চড়তে পারবেন।

    সমস্যায় পড়েছেন ট্রেনে থাকা যাত্রীদের একাংশও। ট্রেন না থামায় যাঁদের বামনগাছিতে নামার কথা ছিল, তাঁদের বারাসতে নামতে হয়। সেখান থেকে ফের বামনগাছিতে আসতে হয় তাঁদের। রেল সূত্রে জানানো হয়েছে, কী কারণে বামনগাছি স্টেশনে ট্রেন থামল না, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব রেলের CPRO দীপ্তিময় দত্ত জানিয়েছেন, ঘটনার ব্যাপারে শুনেছেন। বিষয়টি নিয়ে খোঁজ খবর করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)