বাংলায় কনকনে শীত আর কত দিন? হাওয়া অফিসের লেটেস্ট আপডেট
আজ তক | ১৬ জানুয়ারি ২০২৬
এই মরসুমে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করেছে গোটা বাংলা। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্রই একই চিত্র। আর সেই ধারা মোটের উপর এখনও বর্তমান। তাই বেশ আনন্দেই রয়েছেন শীতপ্রেমীরা।
যদিও মাথায় রাখতে হবে, দেখতে দেখতে জানুয়ারির মধ্য ভাগ পেরিয়ে গিয়েছে। আজ ১৬ তারিখ। তাই এই কথা সহজেই অনুমেয় যে, এবার ধীরে ধীরে শীত বিদায়ের দিকেই এগিয়ে চলেছি আমরা।
এখন প্রশ্ন হল, ঠিক কবে হবে শীতের বিদায়? তাপমাত্রা বাড়বেই বা কবে থেকে? আর সেই বিষয়ের আপডেট দিয়ে রেখেছে হাওয়া অফিস।
কনকনে শীত আর কতদিন?
আজ শুক্রবারও মোটামুটি শুষ্ক রয়েছে আবহাওয়া। যার ফলে কনকনে শীত উপভোগ করা সম্ভব হয়েছে। আর ভাল খবর হল, এই সপ্তাহে মোটামুটি রবিবার পর্যন্ত এমন পরিস্থিতি চলবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এই দিন পর্যন্ত উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে। আর এই চিত্রটা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বজায় থাকবে। তাই শীত নিয়ে এখনই মন খারাপ করার কিছু নেই।
তবে ১৯ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। তারপরও ২৩ জানুয়ারি পর্যন্ত মোটামুটি ঠান্ডাই থাকবে আবহাওয়া। কিন্তু ২৪ তারিখ শনিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে।
কবে একবারে বিদায়?
আবহাওয়া দফতর সূত্রে খবর, মোটামুটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একবারে শীত বিদায়ের পালা শুরু হয়ে যাবে। তখন শীত একবারেই কমে যাবে।
দক্ষিণ ও উত্তরের বর্তমান হাল
মোটের উপর শুষ্কই রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া। যার ফলে উত্তুরে হাওয়া এখনও রাজ্যের দক্ষিণের বিভিন্ন জেলায় অনায়াসে বয়ে বেড়াতে পারছে। এর ফলেই জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষত, জেলায় জেলায় শীতের কামড় অনেক বেশি। কলকাতা এবং আশপাশের সল্টলেক এবং দমদমে অপেক্ষাকৃত ঠান্ডা কম।
উত্তরবঙ্গের অবস্থাও মোটের উপর একই। দার্জিলিং এবং পাহাড়ের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা আগের থেকে সামান্য বেড়েছে ঠিকই, তবে তাতে হাড় কাঁপানো শীতের হাত থেকে রক্ষে নেই। মোদ্দা কথা যবুথবু শীতই রয়েছে পাহাড়ে। এ দিকে ডুয়ার্স, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং মালদাতেও ভালই শীত রয়েছে।
কুয়াশার দাপট থাকবে
শীত এখনও চলবে। ১৯ জানুয়ারি থেকে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। তাই এখনও রাজ্যের জেলায় জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে জারি রয়েছে কুয়াশাজনিত সতর্কতাও।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে, কুয়াশার দাপটে কমে যেতে পারে দৃশ্যমানতা। কিছু কিছু জায়গায় ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে দৃশ্যমানতা। তাই ভোরের দিকে বাইরে বেরলে সাবধান হতে হবে।