নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙার এক ফেরিওয়ালাকে বিহারে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। আর সেই মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। মৃতের নাম, আলাই শেখ (৩০)। তাঁর বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, গতকাল, বৃহস্পতিবার বিহারে একটি ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাইকে। প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা।কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে। টায়ার জ্বালিয়ে ব্যাপক বিক্ষোভ চলছে। প্রায় দু’ঘণ্টা ধরে অবরুদ্ধ জাতীয় সড়ক। ব্যাপক যানজট শুরু হয়েছে। ট্রাক এবং গাড়ি ভাঙচুর শুরু করেছে উত্তেজিত জনতা। পাশাপাশি রেল অবরোধ করেছে বাসিন্দারা। লালগোলা থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেন আটকে রয়েছে। পাথর ছুড়ছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তবে জাতীয় সড়ক থেকে দেহ সরিয়ে নিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।