• মহিলা মন জয়ে বার্তা অলকাদের
    আনন্দবাজার | ১৬ জানুয়ারি ২০২৬
  • বিধানসভা ভোটের আগে মহিলা মন জয়ের চেষ্টায় নারী নিরাপত্তা নিশ্চিত করার মতো নানা দাবিতে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই সক্রিয় হওয়ার বার্তা দিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা। এই সূত্রেই পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের নব-নিযুক্ত সভানেত্রী শ্রাবন্তী সিংহ নারী নিরাপত্তার স্বার্থে ‘এমার্জেন্সি দল’ গড়ার কথাও বলেছেন। প্রসঙ্গত, দেশ জুড়েই মহিলাদের কর্মসংস্থান ও ন্যায়-বিচারের দাবি নিয়ে ‘নারী ন্যায় আন্দোলন’ চালাচ্ছে মহিলা কংগ্রেস।

    প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বৃহস্পতিবার মহিলাদের কথা মাথায় রেখে প্রচারের রূপরেখা তুলে ধরেছেন সংগঠনের নেত্রী অলকা, শ্রাবন্তী, সুব্রতা (রাসু) দত্ত, মিতা চক্রবর্তী, গুঞ্জন সিংহ, শমা বানুরা। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। উন্নাও-ধর্ষণে দোষী কুলদীপ সিংহ সেঙ্গারের জামিন থেকে আর জি কর-কাণ্ড, সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে অলকা বলেছেন, “দেশ ও বাংলায় মহিলারা সুরক্ষিত নন। ২৯৪টি কেন্দ্রে নারী নিরাপত্তা নিশ্চিত করা-সহ মহিলাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা লড়ছি। মহিলাদের দাবিদাওয়ার কথা সামনে এনে বিজেপির বিভাজনের রাজনীতিকে হারাতে হবে।” সংগঠনের রাজ্য-নেত্রী শ্রাবন্তী জানিয়েছেন, প্রতিটি জেলায় নির্যাতিতাদের পাশে দ্রুত পৌঁছে যেতে ‘এমার্জেন্সি দল’ তৈরি হয়েছে। বুথে বুথে স্বেচ্ছাসেবী সংস্থা (‘দুর্গা বাহিনী’) মহিলাদের সমস্যা নিয়ে কাজ করবে।” রাজ্য সরকার যাতে গৃহস্থালির জন্য ৫০০ টাকায় গ্যাসের সিলিন্ডার, মহিলাদের বিনা মূল্যে গণ-পরিবহণের ব্যবস্থা, ‘লক্ষ্মীর ভান্ডারে’ ন্যূনতম ২৫০০ টাকা দেয়, সেই দাবিও তুলেছেন অলকা।
  • Link to this news (আনন্দবাজার)