• দুই বহুতলের মাঝে শ্রমিকের দেহ
    আনন্দবাজার | ১৬ জানুয়ারি ২০২৬
  • দু’টি নির্মীয়মাণ বহুতলের মাঝখানের ফাঁকা জায়গা থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার দুপুরে রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করে রাজাবাগান থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম রবীন দাস (৪০)। তাঁর বাড়ি বিহারে। বৃহস্পতিবার দুপুরে রাজাবাগান থানা এলাকার গার্ডেনরিচ রোডে ওই দুই বহুতলের মাঝখানে মাটিতে এক জন শ্রমিক পড়ে রয়েছেন বলে থানায় খবর যায়। পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

    মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। রবীনের মুখে ছাড়া বাইরে থেকে আর কোথাও আঘাতের চিহ্ন নেই বলে পুলিশ জানিয়েছে। তাদের অনুমান, উপর থেকে পড়ার সময়ে ওই আঘাত লেগে থাকতে পারে। আজ, শুক্রবার দেহের ময়না তদন্ত করা হলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবেন তদন্তকারীরা।

    প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, গার্ডেনরিচ রোডে তিনটি পাঁচতলা বহুতল তৈরি হচ্ছে। সেখানেই রবীন-সহ কয়েক জন শ্রমিক কাজ করতেন। বুধবার বিকেলে রবীন ও অন্যেরা একটি বহুতলের ছাদে কাজ করছিলেন বলে দাবি। সেই শ্রমিকদের থেকে পুলিশ জেনেছে, ওই সন্ধ্যার পরে রবীনকে তাঁরা দেখেননি। এমনকি, তাঁর মোবাইলে ফোন করা হলেও ফোন বেজে গিয়েছে বলে দাবি অন্যদের। এ দিন দুপুরে ওই শ্রমিকেরাই দেখেন, দু’টি বহুতলের মাঝের জায়গায় উপুড় হয়ে রবীন পড়ে আছেন। তার পরেই তাঁরা পুলিশে খবর দেন।

    তদন্তকারীরা জানান, ছাদ থেকে কয়েকটি বোতল এবং গ্লাস উদ্ধার হয়েছে। সেগুলি কী ভাবে ওখানে গেল, তা জানার জন্য নির্মীয়মাণ বহুতলটির অন্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হবে।
  • Link to this news (আনন্দবাজার)