বকেয়া না মেটানোর অভিযোগ উঠল অভিনেতা-প্রযোজক জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্তের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের সমন পাঠাল দিল্লি হাইকোর্ট। এ বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁরা ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ বার্তারও উত্তর দেননি। সমস্যার সূত্রপাত তাঁদের ‘সেন্টিমেন্টাল’ ছবিকে ঘিরে। সে ছবির পরিচালক বাবা যাদবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ‘বর্তমান’কে বলেন, ‘আমি বিষয়টা কিছুই জানি না। কোনও তথ্যও আমার হাতে নেই। এমন ঘটনা ঘটেছে এই প্রথম শুনলাম। ফলে এ বিষয়ে কিছুই বলতে পারব না।’ ‘সেন্টিমেন্টাল’ ছবির মাধ্যমে প্রযোজনা শুরু করেছিলেন যশ ও নুসরত। সংস্থার নাম দেন ‘ওয়াইডি ফিল্মস’। ছবিটির পথচলা শুরু হয়েছিল ‘মেন্টাল’ নাম নিয়ে। সেই সময় যশ ও নুসরতের প্রযোজনা সংস্থার পাশাপাশি জেনিথ মিডিয়া স্কোপ প্রাইভেট লিমিটেড নামের আরও একটি সংস্থা বিনিয়োগ করে। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। অভিযোগ, যশ ও নুসরত নাকি সহপ্রযোজকদের প্রাপ্য টাকা মিটিয়ে দেননি। একাধিকবার তাঁদের ইমেল পাঠানো হয়েছে। বৈঠক করা হয়েছে। কাজ হয়নি তাতে। এরপরই আদালতের দ্বারস্থ হয় সহপ্রযোজকদের আইনজীবী। একাধিক ধারায় মামলাও করা হয়েছে।