• ৮০ বছরে হঠাৎই সমাজমাধ্যমে 'ফনীবাবু ভাইরাল', অবহেলিত স্ট্যাটাস ঘুচিয়ে সমাদর পাবেন কি এবার?
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৬
  • বয়স তাঁর ৮০। আজীবন সংসারের জন্য খেটে গিয়েছেন। তৈরি করেছেন বাড়ি ঘর, কিনেছেন জমি, জমা। কিন্তু এখন বৃদ্ধ হওয়ায় সেই ফনীবাবুই কিনা পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন! এমন অবস্থায় ফনীবাবু হঠাৎই একদিন সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যান। তারপর...? কদর বাড়ে তাঁর? নাকি তখনও ঘরের এক কোণায় পড়ে থাকেন অবহেলিত হয়ে? এই জবাবই দেবে রাজু মজুমদারের আগামী ছবি 'ফনীবাবু ভাইরাল'।

    নির্মাতাদের তরফে জানানো হয়েছে গল্পের প্রেক্ষাপট আবর্তিত হবে বর্তমান সময়ের এক আধুনিক গ্রামকে ঘিরে। সেই গ্রামের সবার হাতে হাতে মুঠোফোন। আর এই গ্রামেরই বাসিন্দা ফনীবাবু। তিনি, তাঁর সুন্দরী স্ত্রী, পরিবার এবং প্রতিবেশীদের দেখা যাবে গল্পে।

    নির্মাতারা জানিয়েছেন 'ফনীবাবু ভাইরাল' ছবিটি কমেডি ঘরানার হবে। মজার ছলে বর্তমান সময়ের রিল ভার্সেস রিয়েল জীবনের গল্প, ফনীবাবুর অতীত, বর্তমান দুই সময়কে দেখানো হবে। কেন্দ্রীয় চরিত্র ফনীবাবু, জীবন সংগ্রামে বহু ওঠাপড়া, ভাল মন্দের মাঝেও নিজের পরিবারের প্রতি ছিলেন দায়বদ্ধ। আর তাই, বহু কষ্টে তিলতিল করে জমি, জমা, নিজস্ব বাড়ি সবই তার পরিবারের জন্য করেছেন। কিন্তু মজার বিষয় হল, বর্তমানে বয়সজনিত কারণে পরিবার, প্রতিবেশী, সবার কাছেই তিনি হয়ে গেছেন বোঝা। আজকের দিনে যা কিনা একটা কঠিন বাস্তব, প্রতিদিনই আমরা এইরকম ঘটনা আকছার দেখছি।

    এই ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন রাজু মজুমদারের। গল্পকে ক্যামেরা বন্দি করেছেন সুদীপ্ত মজুমদার। ছবিতে সুর দিয়েছেন সমীধ মুখোপাধ্যায় এবং দেবদীপ মুখোপাধ্যায়। গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, উর্বি মুখোপাধ্যায়, পৌষালী বন্দ্যোপাধ্যায় এবং সমীধ মুখোপাধ্যায়। ছবির আর্ট সামলেছেন অমিত দে এবং এডিটর হিসেবে ছিলেন অমিত রায়। এই ছবির চিত্রনাট্য লিখেছেন রাজু মজুমদার।

    এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সঞ্জীব মুখোপাধ্যায়, তমালি দে মজুমদার, দীপান্বিতা নাথ, মন্টু মল্লিক, অনিন্দিতা ভদ্র, রানা পাল, সমীর কুন্ডু, প্রবীর দত্ত, দেবাশিষ গাঙ্গুলী, অচ্যিন্ত দত্ত, প্রমুখ।

    'ফনীবাবু ভাইরাল' ছবিটি প্রসঙ্গে পরিচালক রাজু মজুমদার জানিয়েছেন, ''লকডাউনের অবসরে কিছু লেখালেখির চর্চা করতে করতেই 'ফনীবাবু ভাইরাল' সিনেমাটা লেখার আইডিয়াটা মাথায় আসে। আজকের এই সময়ে আবাল বৃদ্ধবনিতা সবার হাতেই মুঠোফোন, আর এই মুঠোফোন নিয়ে প্রায় প্রত্যেকেই রাতারাতি হতে চাইছে ভাইরাল, মানে স্টার। আর এই ভাইরাল হতে চাওয়া অথবা বাইচান্স ভাইরাল হয়ে যাওয়া মানুষজন, তাদের আশপাশ, মূল্যবোধ, বদলে যাওয়া সম্পর্ক এসব নিয়েই মজার মোড়কে উত্তর খোঁজার চেষ্টা করেছি 'ফনীবাবু ভাইরাল' সিনেমায়।''
  • Link to this news (আজকাল)