• পড়ুয়াদের আত্মহত্যা, অস্বাভাবিক মৃত্যুতে অবিলম্বে FIR, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৬
  • কখনও আত্মহত্যা, কখনও র‌্যাগিং, কখনও রহস্যমৃত্যু। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এমন ঘটনা রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্ত অনেক সময়েই FIR পর্যন্ত দায়ের হয় না বলে অভিযোগ। এই ঘটনায় এ বার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কোনও ছাত্রের আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এলেই পুলিশকে জানাতে হবে স্পষ্ট নির্দেশ দিলেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ। না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।

    পড়ুয়াদের ঘনঘন মৃত্যুর ঘটনায় গত বছরের জুনে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। ছাত্রদের আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তাঁরা। বেঞ্চের পর্যবেক্ষণ, ‘কোনও পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যার ঘটনায় অবিলম্বে FIR দায়ের করতে হবে। ঘটনা কলেজ ক্যাম্পাসে, হস্টেলে বা অন্য কোনও জায়গায় হোক না কেন। এই নির্দেশ অনলাইন বা অফলাইন, সব পড়ুয়াদের ক্ষেত্রেই প্রযোজ্য।’

    প্রতিটি আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছে আদালত। যদি ক্যাম্পাসে একান্তই তা সম্ভব না হয়, তা হলে অন্তত এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে।

    একাধিক সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকার অভাব রয়েছে বলে একাধিক বার অভিযোগ উঠেছে। আগামী চার মাসের মধ্যে সব পদ পূরণ করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে অশিক্ষক কর্মচারীদের পদও পূরণ করতে হবে জানিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনও পদ শূন্য হওয়ার এক মাসের মধ্যে তা পূরণ করার নিয়ম চালুর নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ।

    কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্দেশেও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। এর মধ্যে আগামী চার মাসের মধ্যে বৃত্তির টাকা মিটিয়ে দেওয়া অন্যতম। আদালত স্পষ্ট করে বলেছে, ‘বৃত্তি কবে দেওয়া হবে, আগেই তার দিনক্ষণ জানিয়ে দিতে হবে কর্তৃপক্ষকে।’ ২০০৯ সালের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং প্রতিরোধ সংক্রান্ত UGC বিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়মও মেনে চলার নির্দেশ দিয়েছে আদালত।

  • Link to this news (এই সময়)