• কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, তপসিয়ায় সোফা কারখানায় বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৬
  • ফের কলকাতায় বড় মাপের অগ্নিকাণ্ড। শুক্রবার ভরদুপুরে বিধ্বংসী আগুন লেগেছে তপসিয়ার একটি সোফা কারখানায়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, কারখানাটি সোফা তৈরির হওয়ায় ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে। কাঠ, ফোম, রেক্সিন এবং আঠার মতো দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। কারখানার ভিতর থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুনের উৎসস্থলে পৌঁছাতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে, তবে আগুন যাতে পাশের বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

    এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনাই তাঁদের অগ্রাধিকার বলে জানিয়েছেন দমকল কর্মীরা।

  • Link to this news (এই সময়)