• ফুরফুরা শরিফের পীরজাদাকে এ বার শুনানির নোটিস, কী বললেন ত্বহা সিদ্দিকি?
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৬
  • ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকিকে পাঠানো হলো SIR-এর শুনানির নোটিস। বৃহস্পতিবার কমিশনের নোটিস হাতে পেয়েছেন বলে জানান পীরজাদা। রাজ্যের একাধিক বিশিষ্টজনের কাছে শুনানির নোটিস ইতিমধ্যেই এসেছে। বিশিষ্টজনদের শুনানিতে ডেকে ‘অপমান’ করা হচ্ছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। SIR-এর মাধ্যমে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে এ দিন দাবি করেছেন ত্বহা সিদ্দিকি।

    শুক্রবার ত্বহা বলেন, ‘বৃহস্পতিবার আমাকে SIR-এর শুনানির নোটিস দিয়েছে। শুনেছি আমার আব্বার নামেও নাকি নোটিস আসবে? যদিও তিনি মারা গিয়েছেন।’ SIR-এর নাম করে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হয়রানির মধ্যে ফেলা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। ত্বহার দাবি, ‘সারা পশ্চিমবঙ্গে যেখানে SIR-এর শুনানির নোটিস পাঠাচ্ছে, সেখানে অধিকাংশ মুসলিম। SIR করা হচ্ছে বিজেপির ইন্ধনে। তাদের মাথায় ঢুকেছে পশ্চিমবঙ্গে মুসলমানরা তৃণমূলকে ভোট দেবে। তাই মুসলমান ভোট কী ভাবে বাদ দেওয়া যায় তার চক্রান্ত চলছে।’

    ফুরফুরা পঞ্চায়েত এলাকায় ১৪ হাজার ভোটার রয়েছেন। এর মধ্যে ৭ হাজার মানুষের কাছে SIR-এর শুনানির নোটিস এসেছে। যার মধ্যে ৬ হাজার ৮৫০ সংখ্যালঘু মুসলমানের কাছে নোটিস এসেছে বলে খবর। শুধু মুসলমানদের নয়, অনেক হিন্দু নাগরিকেরও এই নোটিস পাঠানো হয়েছে বলেও দাবি করেন ত্বহা। তাঁর কথায়, ‘এখানে ১৫০টি হিন্দু পরিবারকে নোটিস পাঠানো হয়েছে। তারা তৃণমূলকে ভোট দেয়, তাই তাদের নোটিস পাঠিয়েছে। অর্থাৎ তৃণমূলকে যারা ভোট দেবে, তাদের SIR-এর নোটিস পাঠানো হচ্ছে। এটা পুরোটাই চক্রান্ত।’

    উল্লেখ্য, এর আগে নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে শুরু করে অভিনেতা দেব, মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসু (টুটু), কবি জয় গোস্বামীকে SIR-এর শুনানির জন্য নোটিস পাঠানো হয়েছিল।

  • Link to this news (এই সময়)