• উত্তরপ্রদেশে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিকল্পিত খুন নাকি SIR আতঙ্কে আত্মহত্যা? উঠছে প্রশ্ন
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৬
  • SIR-এর শুনানির নোটিস পেয়েছিলেন পরিযায়ী দম্পতি। উত্তরপ্রদেশ থেকে স্ত্রী ফিরেছিলেন দু’দিন আগে। ফেরার কথা ছিল স্বামীরও। কিন্তু সশরীরে ফেরার বদলে ফিরল মৃতদেহ। জানা গিয়েছে, মৃতের নাম শেখ শহিদুল্লা (৩৫)। পরিবারের অভিযোগ, যুবককে খুন করা হয়েছে। শুক্রবার সকালে সিঙ্গুরের দেওয়ানভেড়ি গ্রামে মৃতদেহ ফিরেছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

    স্থানীয় সূত্রে খবর, শেখ শহিদুল্লা উত্তরপ্রদেশের অরাইয়া থানা এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানেই এক ভাড়াবাড়িতে স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন তিনি। আগামী ১৯ জানুয়ারি SIR-এর শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল তিনি এবং তাঁর স্ত্রীকে। শুনানির নোটিস পেয়ে দিন দুই আগে বাড়ি ফিরেছিলেন শহিদুল্লার স্ত্রী ও মেয়ে। কয়েকদিন পরেই ফেরার কথা ছিল তাঁর।

    কী ভাবে মৃত্যু হলো শহিদুল্লার, সেই নিয়ে ঘনিয়েছে রহস্য। গত ১৪ তারিখে ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। দেহ ময়নাতদন্তের পরে শুক্রবার সকালে বাড়িতে উত্তরপ্রদেশ পুলিশ দেহ সিঙ্গুরে তাঁর বাড়িতে নিয়ে এসেছে। পরিযায়ী ওই শ্রমিকের বাড়িতে এসেছেন এলাকার তৃণমূল বিধায়ক করবী মান্না।

    বিধায়ক জানিয়েছেন, BJP শাসিত রাজ্যে গিয়ে ফের অস্বাভাবিক মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। তাঁর অভিযোগ, শহিদুল্লাকে খুন করা হয়েছে। BJP শাসিত রাজ্যে এমন ঘটনা অহরহই ঘটছে। ভিন রাজ্যে গিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন এ রাজ্যের বাসিন্দারা। এ বিষয়ে BJP-র হুগলি সাংগঠনিক জেলার সহ-সভাপতি স্বরাজ ঘোষ জানিয়েছেন, ‘সিঙ্গুর এলাকা থেকেই বহু মানুষ বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। BJP শাসিত বহু রাজ্যেই বাংলার মানুষ কাজ করেন। কিন্তু, তৃণমূল সবকিছুর মধ্যেই রাজনীতি খোঁজার চেষ্টা করে। এ রাজ্যের সরকারই কাজ দিতে পারছে না।’

  • Link to this news (এই সময়)