• ‘কেন্দ্রীয় এজেন্সির মদত আছে’, SIR-এ হয়রানি নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ, কী বার্তা মমতার?
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৬
  • এক দিকে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বেলডাঙায় জাতীয় সড়ক ও রেল অবরোধ। অন্য দিকে SIR-এর শুনানিতে হয়রানির প্রতিবাদ করে বর্ধমানে হাওড়া-কাটোয়া শাখার সমুদ্রগড় স্টেশনে অবরোধ শুরু হয়। শুক্রবার সকাল থেকেই উত্তেজনা জেলায় জেলায়। এ দিন দু’দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক।’ তবে ভাঙচুর, অশান্তির ঘটনার পিছনে কেন্দ্রীয় এজেন্সির ‘মদত’ রয়েছে বলেও অভিযোগ তুললেন মমতা।

    বেলডাঙার ঘটনা নিয়ে মমতা বলেন, ‘বিজেপির প্ল্যান। হিংসা ছড়ানোর চেষ্টা করছে। সংখ্যালঘুদের বলব, পরিযায়ীদের উপরে অত্যাচার হচ্ছে, আমরা সব তদন্ত করে দেখেছি। পরিযায়ীদের পরিবারকে সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন। ধৈর্য ধরুন।’

    বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে ফের সরব হন মমতা। বিজেপিকে দুষে মমতা বলেন, ‘ওদের রাজ্যগুলিতে এখানকার শ্রমিকদের উপরে নির্যাতন করা হচ্ছে। ওঁরা ভাবছে কী করে এই রাজ্যের মানুষের সমর্থন পাবে। বিজেপি নির্লজ্জের দল।’

    SIR-এ শুনানির নাম করে একাধিক সংখ্যালঘু মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর বক্তব্য ‘সংখ্যালঘুদের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। আমি এই কারণে ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারে না। আদিবাসীদের নাম বাদ দেওয়া হচ্ছে। মতুয়াদের বাদ দেওয়া হচ্ছে। রাজবংশীদের বাদ দেওয়া হচ্ছে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে নতুন নতুন নোটিস দেওয়া হচ্ছে। বিএলওরা কাজের চাপে পাগল হয়ে যাচ্ছে।’ বিজেপি ‘পরিকল্পনা’ করে SIR নিয়ে এই পরিস্থিতি তৈরি করেছে বলে দাবি মমতার। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই SIR নিয়ে এই বিভ্রান্তি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

    আইপ্যাকের অফিসে তল্লাশির ঘটনায় মামলা চলছে সুপ্রিম কোর্টে। আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মমতা বলেন, ‘অনেকে বলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ১০ বছর জেলে পাঠাবেন। আমি বলি, জেলে কেন? আমি জীবন দিতেও রাজি আছি মানুষের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এ সবকে পাত্তা দেয় না।’

  • Link to this news (এই সময়)