• যোগীরাজ্যে মৃত্যু সিঙ্গুরের পরিযায়ী শ্রমিকের
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েব়েস্ক: মুর্শিদাবাদের পর এবার হুগলি। সিঙ্গুরের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

    জানা গিয়েছে, শেখ সইদুল্লা নামে ওই ব্যক্তি হুগলি জেলার সিঙ্গুরের দেওয়ানভেড়ি গ্রামের বাসিন্দা। কাজের সূত্রে তিনি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে থাকতেন।

    তবে কয়েক দিনের মধ্যেই তাঁর বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু গত ১৪ জানুয়ারি উত্তরপ্রদেশে ঘর থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই, শেখ সইদুল্লার মৃতদেহ গ্রামে এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে।

    শুক্রবার সকালে সিঙ্গুরের দেওয়ান ভেড়ি গ্ৰামে মৃতদেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এদিন মৃতের বাড়িতে উপস্থিত হন হরিপাল বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক করবী মান্নাও।

    তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনা অহরহ ঘটছে। তাই বাংলার ছেলেরা ভিন রাজ্যে কাজে যেতে ভয় পাচ্ছে। অথচ এখানে অন্য রাজ্যের ছেলেরা ভাল ভাবে কাজ করছে।

    তিনি বলেন, 'সইদুল্লাকে খুন করা হয়েছে। বিজেপিকে ধিক্কার জানাই।' বাংলাদেশি সন্দেহে খুন করার অভিযোগ তুলেছেন তিনি। পরিযায়ী শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গুরের দেওয়ানভেড়ি গ্রামের বাসিন্দা তাঁরা।

    গত ৩৫ বছর ধরে সেখানে বসবাস করছেন শেখ সইদুল্লা। কর্মসূত্রে তিনি উত্তরপ্রদেশে থাকতেন। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে অরাইয়া থানা এলাকায় ভাড়া ঘরে স্ত্রী ও কন্যাকে নিয়ে থাকতেন।

    সম্প্রতি এসআইআরের নোটিশ গ্রামের বাড়িতে পৌঁছনোর পর তাঁর স্ত্রী দু'দিন আগে গ্রামের বাড়ি ফিরে আসেন। এদিন সকালে তাঁর মৃতদেহ এসে পৌঁছায় সিঙ্গুরের দেওয়ানভেড়ি গ্ৰামে।

    সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের পুলিশও । বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক করবী মান্না। পাশাপাশি, উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশের সঙ্গেও কথা বলেন তিনি।

    প্রসঙ্গত, মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকেরও মৃত্যু হয়েছে ঝাড়খন্ডে। কাজ করতে গিয়ে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে ঝাড়খন্ডে 'খুন' মুর্শিদাবাদের এক যুবক, অভিযোগ তেমনটাই।

    ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে  গোটা জেলা জুড়ে। মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ (৩০)। তাঁর বাড়ি বেলডাঙা থানার অন্তর্গত সুজাপুর-তাতলাপাড়া গ্রামে।

    জানা গিয়েছে, ওই যুবক ঝাড়খণ্ডে কর্মরত ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, মুর্শিদাবাদের বাসিন্দা হওয়া এবং বাংলা ভাষায় কথা বলার অপরাধে ঝাড়খণ্ডে ফেরিওলার কাজে কর্মরত যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়।
  • Link to this news (আজকাল)