• পেডিকন ২০২৬: শিশুস্বাস্থ্যের রূপরেখা তৈরিতে সম্মেলন
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি এবার শিশুস্বাস্থ্য নিয়ে অভিনব প্রয়াস শিশুরোগ বিশেষজ্ঞদের। শিশুস্বাস্থ্যের ভবিষ্যৎ রূপরেখা গড়তে কলকাতায় শুরু হল দেশের অন্যতম বৃহৎ (পেডিয়াট্রিক) শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মেলন 'পেডিকন ২০২৬' (PEDICON 2026)। ‘পশ্চিমবঙ্গ অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স’-এর উদ্যোগে ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স (আইএপি)-এর ৬৩তম বার্ষিক জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২০ জানুয়ারি কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে। দেশ-বিদেশের হাজার হাজার শিশু চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নিয়ে শিশুস্বাস্থ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করবেন। এই সম্মেলনে অংশ নেবেন দেড় হাজারেরও বেশি জাতীয় ফ্যাকাল্টি ও ৫০ জনের বেশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ। 

    পাঁচ দিনব্যাপী সম্মেলনের কেন্দ্রে থাকছে শক্তিশালী কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন (সিএমই)-কেন্দ্রিক বৈজ্ঞানিক কর্মসূচি। ১০টি সমান্তরাল সিএমই ট্র্যাকে আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে— নিওনেটোলজি, পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, সংক্রামক রোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, জেনেটিক্স, কিশোর স্বাস্থ্য ও ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স। এই বছরের সম্মেলনের বিষয় ‘Child Rights and Survival – Steps to a New World’ শুধু চিকিৎসাচর্চার সীমায় আবদ্ধ নয়, বরং শিশুস্বাস্থ্যের সামাজিক, নৈতিক ও নীতিগত দিকগুলি নিয়েও আলোচনা করা হবে এই সম্মেলনে। ‘পেডিকন ২০২৬’-এ থাকবে ২৬টি কর্মশালা ও ১৪টি ট্রেনিং অফ ট্রেইনার্স (ToT) প্রোগ্রাম। যার মধ্যে নিওনেটাল রিসাসিটেশন, ভেন্টিলেশন কৌশল, জরুরি আল্ট্রাসোনোগ্রাফি, পেডিয়াট্রিক লাইফ সাপোর্ট ও ডেভলপমেন্টাল স্ক্রিনিং।

    আইএপি-এর জাতীয় সভাপতি ডা. নীলম মোহন বলেন, “শিশুরা শুধু আমাদের দেশের ভবিষ্যৎ নয়, তারা আমাদের বর্তমানের দায়িত্বও। স্বাস্থ্যসমতা, অ্যাডভোকেসি ও উদ্ভাবনের মতো বৃহত্তর নির্ধারকগুলিকে সামনে আনাই এই সম্মেলনের লক্ষ্য।”

    শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়দেব রায় (ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ)। নিজস্ব চিত্র।

    ‘পেডিকন ’২৬’ সম্মেলনে অংশগ্রহণকারী ‘ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ’-এর প্রিন্সিপাল চিকিৎসক জয়দেব রায় বলেন, “এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমরা শিশুর চিকিৎসার ওপরে জোর দিতে চাইছি। এই সম্মেলনে সর্বভারতীয় ও বিদেশের চিকিৎসকরাও থাকবেন। প্যানেল ডিসকাশনের মাধ্যমে আমরা নিজেদের আরও উন্নত করতে পারব এবং আপডেট করতে পারব। যার ফলে চিকিৎসার মান আরও অনেক বেশি উন্নত হবে। একই সঙ্গে আমরা আমাদের রোগীদের ক্ষেত্রে সেই উন্নত মানের চিকিৎসা প্রয়োগ করতে পারব। আরও একটা বড় বিষয় চিকিৎসা ছাড়াও সর্বভারতীয় স্তরে শিশুস্বাস্থ্যের উপরে আরও বেশি করে জোর দেওয়ার উদ্দেশ্যে এই সম্মেলন।”

    মূল আয়োজক সংস্থার চেয়ারপার্সন ডা. স্বপন কুমার রায় বলেন, “পেডিকন সহযোগিতা ও উদ্ভাবনের অনুঘটক। এটি জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য অগ্রাধিকারের সঙ্গে ক্লিনিক্যাল প্র্যাকটিসকে সামঞ্জস্যপূর্ণ করে।” বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সঙ্গে যৌথভাবে টিকাকরণ, পুষ্টি, শৈশব বিকাশ ও শিশু সুরক্ষা নিয়ে নীতিনির্ভর কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন সেশনও থাকছে বলেও জানিয়েছেন চিকিৎসক।

    মুখ্য আয়োজক সংস্থার সেক্রেটারি চিকিৎসক অতনু ভাদ্র বলেন, “শিক্ষাকে কাজে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। সিএমই-এর সঙ্গে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ শিশু চিকিৎসকদের ক্লিনিক্যাল সক্ষমতা বাড়াবে।”

    বৈজ্ঞানিক কমিটির চেয়ারম্যান ডা. কৃপাসিন্ধু চট্টোপাধ্যায় জানান, “পেডিকন ২০২৬ কৌতূহল, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষকে অনুপ্রাণিত করতে পরিকল্পিত।”

    গবেষণা পদ্ধতি বিষয়ক সিএমই, কুইজ, সেরা গবেষণাপত্র ও পোস্টার পুরস্কারের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণা ও মেন্টরশিপে উৎসাহিত করা হবে। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে এই বছর পেডিকন হবে কাগজবিহীন। ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের মাধ্যমে অংশগ্রহণকারীরা সিএমই সূচি, বক্তার তথ্য ও সেশন আপডেট সহজেই জানতে পারবেন।
  • Link to this news (আজকাল)