• কলকাতায় তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
    আজকাল | ১৬ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় ২২ বছরের এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

    জানা গিয়েছে, মৃত তরুণীর নাম পুষ্পা কুমারী। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর পেছনে খুনের ইঙ্গিত মিলেছে বলে পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে।

    মৃতের এক প্রতিবেশীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জানুয়ারি দুপুর প্রায় তিনটে নাগাদ খবর আসে, শিবতলা লেনের বাসিন্দা পুষ্পা কুমারীকে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

    তবে সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে আনার সময় তাঁর গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

    খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছয়। সেখানে মৃতের বাবা রাজ নারায়ণ শাহ পুলিশকে জানান, প্রতিবেশী কোমল সিং তাঁকে ফোন করে করেছিলেন।

    তিনি জানান, পুষ্পাকে তাঁর বাড়ির বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু বারবার ডেকেও কোনও সাড়া পাওয়া যায়নি।

    এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাহায্যে তাঁকে দ্রুত এনআরএসে নিয়ে যাওয়া হয়। প্রায় ৩.১৫ মিনিট নাগাদ চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর মৃতের বাড়ি সিল করে দেওয়া হয় এবং পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়।

    তবে ওই দিন কোনও পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ফলে নারকেলডাঙা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়।

    মৃত্যুর সঠিক কারণ জানতে ১৫ জানুয়ারি মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শিবতলা লেনের বাড়িতে তখন মৃতার পরিবার ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

    জানা গিয়েছে, গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় মৃতার প্রতিবেশী বিজন্তী দেবী থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ঘটনার দিন মৃতার ভাইকে ঘরের ভিতরে ঢুকতে দেখা গিয়েছিল, কিন্তু পরে কখন তিনি বেরিয়ে যান, তা কেউ লক্ষ্য করেননি।

    পরে দীর্ঘ সময় কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। এই অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানায় কেস ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা রুজু করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে, পুরোদমে তদন্তে নেমে পড়েছে পুলিশ।
  • Link to this news (আজকাল)