ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে মায়াপুরে রুম বুকিংয়ের নামে প্রতারণা, এফআইআর দায়ের ইসকনের
বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: উৎসবের মরশুম ঘনিয়ে আসতেই মায়াপুরে তীর্থযাত্রীদের ঢল নামছে। এই সুযোগকে কাজে লাগিয়ে অনলাইন রুম বুকিংয়ের নামে সক্রিয় হয়েছে প্রতারণা চক্র। ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে ইতিমধ্যেই দেশ-বিদেশের বহু ভক্ত ও পর্যটক আর্থিকভাবে প্রতারিত হয়েছেন। এই ঘটনা সামনে আসতেই ইসকন মায়াপুর থানায় এফআইআর দায়ের করেছে। তদন্তে নেমেছে সাইবার অপরাধ দমন শাখা। ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গাদা ভবন, কঞ্চ ভবন ও গীতা ভবনের নামে রুম দেওয়ার ভুয়ো দাবি করছে। কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট: www.prabhupadvillage.com-সহ একাধিক ভুয়ো পোর্টাল চিহ্নিত করেছে।ইসকন কলকাতার ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস জানান, উৎসবের সময় ঘরের চাহিদা বেশি থাকায় প্রতারকরা ছাড় ও বিশেষ সুবিধার প্রলোভন দেখায়। সম্পূর্ণ টাকা নেওয়ার পর তারা হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ইসকন মায়াপুরে রুম বুকিংয়ের একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল www.visitmayapur.com। অন্য কোনও ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে বুকিং বৈধ নয়।দূরদূরান্ত থেকে পরিবারসহ মায়াপুরে এসে অনেক ভক্তই জানতে পারছেন তাঁদের বুকিং ভুয়ো। ইসকনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি শুধুমাত্র সরকারি পোর্টালের মাধ্যমেই বুকিং করার আবেদন জানানো হয়েছে।