• শহরে ফের জাঁকিয়ে শীত, উত্তুরে হাওয়ার দাপটে কমল তাপমাত্রা
    বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়ার দাপটে ফের শহরে একধাক্কায় নামল তাপমাত্রা। জাঁকিয়ে পড়ল শীত। আজ, শুক্রবার সকাল থেকেই শীতের দাপট ফিরেছে শহরে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শুক্রবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালে শহরে ছিল হাল্কা কুয়াশা। আজ, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 
  • Link to this news (বর্তমান)