বাংলায় কথা বলার জন্য উত্তরপ্রদেশে খুন সিঙ্গুরের যুবক!
বর্তমান | ১৬ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হুগলি: ফের ভিনরাজ্যে বাংলা বলাতে খুন! এবার কাঠগড়ায় উত্তরপ্রদেশ। হুগলির সিঙ্গুরের বাসিন্দা মহম্মদ শহিদুল্লাহ(৩৫)কে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের আরারিয়াতে দীর্ঘদিন ধরেই সোনার কাজ করতেন শহিদুল্লাহ। সেখানেই স্ত্রী-পুত্রকে নিয়ে থাকতেন। সম্প্রতি নিজের একটি সোনার দোকান করেন ওই যুবক।গত ১৩ জানুয়ারি, স্ত্রী ও পুত্রকে সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের পায়রাওড়া গ্রামে নিজের বাড়িতে পাঠান শহিদুল্লাহ। কারণ, তাঁর স্ত্রীয়ের এসআইআরের শুনানিতে নাম এসেছিল। অভিযোগ, সেদিনই রাতে আরারিয়াতে শহিদুল্লাহ-র উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের মা আজমেড়া বিবির দাবি ছেলে বাংলায় কথা বলার জন্যই এই হামলা ও খুন করেছে দুষ্কৃতীরা। বিচারের দাবি জানিয়েছেন তিনি। অপরদিকে আরারিয়া থানার তদন্তকারী অফিসার জানিয়েছেন, তদন্ত চলছে। ইতিমধ্যেই শহিদুল্লাহের মৃতদেহ পৌঁছেছে সিঙ্গুরে। এলাকায় শোকের ছায়া।