• পড়ে রইল ১৫ বছরের কিশোরের লাশ, মাছ লুটে ব্যস্ত জনতা! মনুষ্যত্ব মৃত?
    এই সময় | ১৬ জানুয়ারি ২০২৬
  • মানবিকতা বলে কি কিছুই আর অবশিষ্ট নেই এই লোভ-লালসার দুনিয়ায়? রাস্তায় একপাশে পড়ে রইল ১৩ বছরের কিশোরের রক্তাক্ত নিথর দেহ, পাশে সন্তানশোকে কেঁদে আকুল বাবা-মা। আর ঠিক সেই সময়েই অন্য একদল মানুষ ব্যস্ত ট্রাক থেকে ছিটকে পড়া মাছ বস্তাবন্দি করে লুটে নিতে! এমনই এক মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল বিহারের সীতামঢ়ী জেলা।

    পুলিশ সূত্রে খবর, নিহত কিশোরের নাম রীতেশ কুমার ওরফে গোলু (১৩)। স্থানীয় এক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। সকালে কোচিং ক্লাসে যাওয়ার পথে ঝাঝীহাট গ্রামের কাছে দ্রুতগামী এক মাছবোঝাই পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলুর। দুর্ঘটনার অভিঘাতে ভ্যান থেকে প্রচুর মাছ ছিটকে পড়ে রাস্তায়।

    অভিযোগ কিশোরের পরিবার যখন কান্নায় ভেঙে পড়েছে, তখন তাঁদের সাহায্যের পরিবর্তে ঘটনাস্থলে উপস্থিত জনতা মেতে ওঠে মাছ লুটে। কিশোরের মৃতদেহের প্রতি নূন্যতম সম্মান না দেখিয়ে চলে দেদার লুটপাট।

    পরে পুপরি থানার পুলিশ এসে সেখান থেকে ভিড় সরায় এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক গাড়িটিকেও আটক করা হয়েছে। কিন্তু এই ঘটনায় সমাজের সংবেদনশীলতা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল।

  • Link to this news (এই সময়)