তিন বছর পর ফের ২০২৬-এ বক্সা ব্যাঘ্র প্রকল্পে দেখা মিলল তার। চলতি বছরের ১৫ জানুয়ারি হলুদ-কালো ডোরাকাটার অস্তিত্ব ধরা পড়ল জঙ্গলের গভীরে। বন দপ্তর সূত্রে খবর, বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের জঙ্গলের গভীরে পাতা ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে একটি বাঘের ছবি।
এর আগে ৩০ বছর বাদে প্রথম ২০২১ সালে সালের ডিসেম্বর মাসে বক্সার জঙ্গলে দেখা গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারকে। তার পর থেকেই থেকে বক্সায় বাঘেদের খাদ্য ভান্ডার সুনিশ্চিত করতে ও রয়্যাল বেঙ্গল টাইগারদের বসবাসের আদর্শ পরিবেশ তৈরির কাজে জোর দেয় বনদপ্তর।