• বিহারে পথ দুর্ঘটনা: রাস্তাতেই পড়ে কিশোরের নিথর দেহ, মাছ কুড়োতে ব্যস্ত স্থানীয়রা
    বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
  • পাটনা: ওই যে...ওদিকে বড়োটা তোল ভাই। রাস্তায় জল-কাদা। এদিক ওদিক মাছ লাফাচ্ছে। হাতে, ব্যাগে এমনকি কাপড়ে বেঁধে পড়িমরি করে সেই মাছ কুড়োতে ব্যস্ত স্থানীয়রা। পাশেই পড়ে রয়েছে কিশোরের নিথর দেহ। রক্ত মিশেছে জল-কাদায়। অথচ কারও নজর নেই। ওদিকে মৃতদেহ। আর এদিকে যে ‘জ্যান্ত মাছ’। তাই সময় নষ্ট করা যাবে না। যতটা বেশি সম্ভব মাছ ব্যাগে ভরে বাড়ি ফিরতে হবে। মাছ বোঝাই পিক-আপ ভ্যানের ধাক্কায় এক সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যুর পর এমনই দৃশ্যের সাক্ষী থাকল বিহারের সীতামারি জেলার ঝাঝিহাট। মৃতের নাম রীতেশ কুমার ওরফে গোলু (১৩)। ভিডিয়োটি সামনে আসতেই চারদিকে নিন্দার ঝড়। মৃতদেহ দেখেও মাছের লোভে আশপাশের মানুষের এমন আচরণে প্রশ্ন উঠতে শুরু করেছে।শুক্রবার সকালে কোচিংয়ে যাচ্ছিল রীতেশ। সেইসময় দ্রুতগতিতে থাকা একটি মাছ বোঝাই পিক-আপ ভ্যান তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় রীতেশের। দুর্ঘটনার জেরে নিয়ন্ত্রণ হারায় পিক-আপ ভ্যানটিও। রাস্তায় পড়ে যায় সমস্ত মাছ। তড়িঘড়ি ছুটে আসে স্থানীয়রা। তবে ওই কিশোরের জন্য নয়। পুলিশকে খবর দেওয়া বা অ্যাম্বুলেন্স ডাকার বদলে রাস্তায় পড়ে থাকা মাছ ‘লুটতে’ হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়ে পৌঁছায় রীতেশের পরিবারের লোকজন। সন্তান হারিয়ে শোকে আর্তনাদ করছে বাবা-মা। কিন্তু সেই কান্না চাপা পড়েছে মাছ কাড়াকাড়ির উল্লাস আর চেঁচামেচিতে।পরের দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুপড়ি থানার পুলিশ। ভিড় সরিয়ে কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ওই পিক-আপ ভ্যানটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)