মুম্বই: ডিউটির সময় শেষ। সেই কারণে উড়ানে রাজি নন পাইলট। তার জেরে মুম্বই থেকে থাইল্যান্ডগামী বিমানে ভোগান্তি। ধৈর্যের বাঁধ ভাঙে উদ্বিগ্ন যাত্রীদের। বিমানের ভিতরেই শুরু হয় অশান্তি। অবশেষে তিন ঘণ্টা পর বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।জানা গিয়েছে, মুম্বই থেকে থাইল্যান্ডের ক্র্যাবিগামী বিমানটি ছাড়ার কথা ছিল বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ। কিন্তু ততক্ষণে ডিউটির সময় শেষ হয়ে গিয়েছিল পাইলটের। ফলে তিনি উড়ানে অস্বীকার করেন। এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়েছে। সেখানে দেখা গিয়েছে, যাত্রীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন কেবিন ক্রুরা। এক যাত্রী চিৎকার করে তাঁর ভ্রমণ পরিকল্পনার কথা বলছেন। এমনকি, একজন দরজায় লাথিও মারেন। ইন্ডিগো জানিয়েছে, ক্রুদের ডিউটির সময়সীমা ছাড়িয়ে যাওয়া ছাড়াও উড়ানে দেরি হওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আগের বিমান দেরি করে এসেছিল। পাশাপাশি দু’জন যাত্রীর আচরণ ঠিক ছিল না। তাঁদের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিতে হয়েছে। যাত্রীদের স্বস্তির জন্য একাধিকবার খাবার ও পানীয় পরিবেশন করা হয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশও করেছে ইন্ডিগো। ফ্লাইটটি সকাল ১০টার মধ্যে ক্র্যাবিতে পৌঁছানোর কথা ছিল। তবে তা পৌঁছেছে দুপুর ১টা নাগাদ।