চমকপ্রদ ফল মিমের, টেক্কা শারদের এনসিপি ও রাজের এমএনএসকেও
বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
মুম্বই: মহারাষ্ট্রে পুরভোটে চমকপ্রদ ফল করেছে আসাদউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৯৪টি ওয়ার্ডে তারা জয়ী হয়েছে কিংবা এগিয়ে রয়েছে। পরিসংখ্যান বলছে, পুরভোটে সাফল্যের নিরিখে রাজ্যে ষষ্ঠ স্থানে রয়েছে মিম। টেক্কা দিয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার) ও রাজ থ্যাকারের মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকেও। জানা গিয়েছে, খান্দেশ ও মারাঠাওয়াড়া অঞ্চলে বিপুল শক্তি বাড়িয়েছে ওয়েইসির দল। মালেগাঁও পুরসভাতেও তারা ভালো ফল করেছে। সেখানে এককভাবে ২০টি ওয়ার্ডে জয় পেয়েছে মিম। তবে এর থেকেও আশ্চর্যের হল, এই পুরসভাতে সবচেয়ে বেশি আসনে (৩৫টি ওয়ার্ডে) জয় পেয়েছে ইসলাম পার্টি। মুসলিম জনসংখ্যা বহুল এই শহরের ৮৪ আসনের মধ্যে মিম ও ইসলাম পার্টি ৫৫টিতে জয়ী। এছাড়া, সমাজবাদি পার্টি ছ’টি, কংগ্রেস তিনটিতে জিতেছে। এই পুরসভার হিন্দুপ্রধান ওয়ার্ডগুলিতে ভালো ফল করেছে শিবসেনা। তাদের ঝুলিতে গিয়েছে ১৮টি ওয়ার্ড। অন্যদিকে, ২০টি আসনে লড়ে বিজেপি জয় পেয়েছে মাত্র ২টিতে।সম্ভাজিনগর (আওরঙ্গাবাদ), নানদেদ ওয়াঘালা ও ধুলে পুরসভাতেও দ্বিতীয় স্থানে রয়েছে মিম। অমরাবতী ও জালনা পুরসভাতেও ওয়েইসির দল ভালো ফল করেছে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, এবারের পুরভোটের ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ। মিমের উত্থান নিয়ে তুমুল চর্চা চলছে। এতদিন সংখ্যালঘু ভোট মূলত মহাবিকাশ আঘাড়ির ঝুলিতেই যেত। সেখানে ক্রমশ বিকল্প হয়ে উঠছে ওয়েইসির দল। আলোচনা চলছে ইসলাম পার্টির ফল নিয়েও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত বিধানসভা ভোটে মাত্র ১৬৫ ভোটে হেরে গিয়েছিলেন ইসলাম পার্টির প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক আসিম শেখ। ফলে স্থানীয় সংখ্যালঘু ভোটারদের মধ্যে তাঁর প্রতি সহানুভূতি তৈরি হয়েছিল। পুরভোটে এর প্রভাব দেখা গিয়েছে।