নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন বছরে সম্ভবত সুখবর পেতে চলেছেন ইপিএফের সাড়ে সাত কোটি গ্রাহক। কারণ ভোটের ‘ভেট’ এবং নতুন বছরের ‘উপহার’ হিসেবে ইপিএফের সুদের হার বৃদ্ধির পথে হাঁটতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে এখবর জানানো হয়েছে। বর্তমানে ইপিএফে সুদের হার ৮.২৫ শতাংশ। সরকারি সূত্রের খবর, তা ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে হতে পারে ৮.৫০ শতাংশ। ২০২৬-২৭ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ হওয়ার দিনকয়েকের মধ্যেই এসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদ। যদিও শ্রমমন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এব্যাপারে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকতে চলেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সরকারি সূত্রের খবর, আগামী ২০ জানুয়ারি ইপিএফওর এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই ইপিএফের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত মিলতে চলেছে। অছি পরিষদের সদস্য তথা শ্রমিক সংগঠন টিইউসিসির সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি বলেন, ইপিএফ সুদের হার বৃদ্ধি নিয়ে আমরা ইতিপূর্বেই কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হয়েছি। এবার তা বাড়ানো হলে দেশের শ্রমিক-কর্মচারীদের একটি বড় অংশই অত্যন্ত উপকৃত হবেন। এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সুদের হার সংক্রান্ত বিষয়ে ইপিএফও অছি পরিষদ যা সিদ্ধান্ত নেবে, নিয়মমতো তা প্রস্তাব সহ পেশ করতে হবে অর্থমন্ত্রকের কাছে। অর্থমন্ত্রক নয়া সুদের হারে অনুমোদন দেওয়ার পর এসংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারবে শ্রমমন্ত্রক এবং তার আওতাধীন ইপিএফও।