• বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পথে কি নীতিন নবীন?
    বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা হতে পারে নীতিন নবীনের নাম। শুক্রবার বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে দল। তবে সভাপতি পদে নীতিন নবীনের আর কোনও প্রতিদ্বন্দ্বী না থাকার সম্ভাবনাই প্রবল। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেপি নাড্ডার উত্তরসূরি হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন নবীন।শুক্রবার বিজেপি জানিয়েছে, সোমবার বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দলীয় সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে। বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত হবে স্ক্রুটিনি। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া চলবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনী পর্যবেক্ষক প্রেস বিবৃতি জারি করবেন। বিজেপি জানিয়েছে, ২০ জানুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া চলবে। কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি পদের নির্বাচনে যদি আর কোনও প্রার্থীই না থাকেন, তাহলে আর মঙ্গলবার ভোটই হবে না। সেক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়া এবং তা প্রত্যাহারের সময়সীমা শেষের পরই স্পষ্ট হয়ে যাবে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম। ইতিপূর্বেই নীতিন নবীনকে বিজেপির কার্যনির্বাহী সর্বভারতীয় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মকর সংক্রান্তির পর ‘মল মাস’ কাটতেই তাঁকে আনুষ্ঠানিকভাবে দলের সভাপতি হিসেবে নির্বাচিত করতে তৎপর হয়েছে বিজেপি। কারণ মাসকয়েকের মধ্যেই দেশের পাঁচটি রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে। এর মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। বাংলায় বিধানসভা ভোট বিজেপির কাছে আক্ষরিক অর্থেই প্রেস্টিজ ফাইটে পরিণত হয়েছে। সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েই তাই বঙ্গ ভোট নীতিন নবীনের কাছেও অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে।দলীয় সূত্রে জানা যাচ্ছে, আগামী ২১ জানুয়ারি, বুধবার দলের সমস্ত রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করতে পারেন নীতিন নবীন। স্বাভাবিকভাবেই ওই বৈঠকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে পাঁচটি ভোটমুখী রাজ্যের উপরই। এবং এক্ষেত্রে অন্যতম ফোকাস থাকবে বাংলার সংগঠনের উপর। চলতি সপ্তাহেই দিল্লিতে আলাদাভাবে বিজেপির শীর্ষ বঙ্গ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করতে পারেন নবীন।  নীতিন নবীন
  • Link to this news (বর্তমান)