• তৈরি হবে ‘এল নিনো’ পরিস্থিতি, এবছর কমতে পারে বৃষ্টির পরিমাণ
    বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দু’-তিন দিনের মধ্যেই দক্ষিণ ভারত থেকে দ্বিতীয় পর্যায়ের বর্ষাকাল বিদায় নেবে। শুক্রবার এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে পাকাপাকিভাবে বিদায় নেয়। তার সঙ্গে সঙ্গে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা অন্ধ্রপ্রদেশ সহ সংলগ্ন এলাকায়। ডিসেম্বর থেকে ওই সব রাজ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে।এদিকে, বেসরকারি একটি আবহাওয়া সংস্থার পূর্বভাস অনুযায়ী, আগামী মার্চ মাস নাগাদ ‘এল নিনো নিউট্রাল’ পরিস্থিতি তৈরি হতে চলেছে প্রশান্ত মহাসাগরে। এখন চলছে ‘লা নিনা’ পরিস্থিতি। ‘এল নিনো নিউট্রাল’ পরিস্থিতি কয়েক মাস থাকবে। তবে এ বছর বর্ষাকালের শেষের দিকে বা মাঝামাঝি নাগাদ ফের ‘এল নিনো’ পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে বৃষ্টিপাত কমে যায়। তাই আগামী বর্ষায় প্রথমার্ধের পর বৃষ্টির পরিমাণ কমার একটা সম্ভাবনা রয়েই গেল। তবে এবার শীতকালে ‘লা নিনা’ পরিস্থিতিতেও গোটা দেশে বৃষ্টি কম হয়েছে। পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম নয়। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী দু’-তিন দিন রাজ্যে শীত একইরকম থাকবে। তারপর সর্বনিম্ন তাপমাত্রা ২ -৩ ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমে ১২.৫ ডিগ্রি হয়। এদিন দক্ষিণবঙ্গের শীতলতম জায়গা ছিল বীরভূমের শ্রীনিকেতন (৭.৬ ডিগ্রি সেলসিয়াস)। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। কলকাতার কাছে বারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্ৰি। কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি। আগামী ২১ জানুয়ারির মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসতে পারে। ১৯ শে জানুয়ারি নাগাদ পশ্চিম হিমালয়ে পশ্চিমি ঝঞ্ঝা আসছে। ঠান্ডা কমবে।
  • Link to this news (বর্তমান)