• রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
    বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার, ১৮ জানুয়ারি ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্তরকম যান চলাচল বন্ধ থাকবে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা শুক্রবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। তাতে লেখা, দীর্ঘদিন ধরেই বিদ্যাসাগর সেতুর কেবল, বেয়ারিং মেরামতি ও সংস্কারের কাজ চলছে। রবিবার ৮ ঘণ্টার জন্য সেতু বন্ধ থাকবে। এই সময় ঘুরপথে হাওড়া ব্রিজ দিয়ে যান চলাচল করবে। এই কারণে যানজটের আশঙ্কা রয়েছে। রবিবার কলকাতা পুলিশের হাফ ম্যারাথন আছে।  ফলে ময়দানের একাধিক রাস্তায় যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। বিশেষ করে ওইদিন সকালে যাঁরা হাওড়া ও সাঁতরাগাছিতে দূরপাল্লার ট্রেন ধরতে যাবেন, তাঁদের বাড়তি সময় হাতে নিয়ে পথে নামতে হবে।
  • Link to this news (বর্তমান)