• ৪ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ প্রত্যাহারের আর্জি রাজ্যের
    বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর পর্বে ভোটার তালিকা সংশোধনী সংক্রান্ত অনিয়মের অভিযোগে রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। সেই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে কমিশনকে চিঠি দিল নবান্ন।বারুইপুর পূর্বের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) দেবোত্তম দত্ত চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) তথাগত মণ্ডল, ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম নির্দেশ দেওয়া হয় গত আগস্ট মাসে। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও এফআইআর দায়ের করার বিরুদ্ধেই ছিল নবান্ন। এমনকি, এই ইস্যুতে দিল্লিতে ইসিআই অফিসেও হাজিরা দিতে হয়েছিল প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থকে। একসপ্তাহ আগে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে এবিষয়ে চিঠি দেয় কমিশন। ওই এফআইআর দায়ের না-হওয়ার কারণ জানতে চাওয়া হয়। এই পরিস্থিতিতে এফআইআর সংক্রান্ত নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে কমিশনকে চিঠি দিল নবান্ন।  সূত্রের খবর, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মতামত নিয়েই কমিশনকে ওই চিঠি লিখেছে রাজ্য স্বরাস্ট্র দপ্তর। ওই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের আদপে লঘুপাপে গুরুদণ্ডের মতোই হবে বলে রাজ্যের তরফে কমিশনকে জানানো হয়েছে। রাজ্যের সিইও দপ্তর অবশ্য জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসিআই’ই নেবে। ফলে নবান্নের চিঠির প্রেক্ষিতে কমিশন এখন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর প্রশাসনিক মহলের।
  • Link to this news (বর্তমান)