• রাজ্যের ১৪০টি সম্প্রদায়ের ওবিসি শংসাপত্রকে এসআইআরে মান্যতা
    বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরে ওবিসি শংসাপত্রের বৈধতা নিয়ে মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইমতো রাজ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। তারপর কমিশন জানিয়েছে, এসআইআর শুনানি প্রক্রিয়ায় মোট ১৪০টি ওবিসি সম্প্রদায়ের শংসাপত্র মান্যতা পাবে।শুক্রবার এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, ২০১০ সালের আগে মোট ৬৬টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তারপরে যেসব সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণির স্বীকৃতি দেওয়া হয়, তা বাতিল করেছিল হাইকোর্ট। হাইকোর্ট তার নির্দেশে বলেছিল, আইনমাফিক সমীক্ষা করে ফের অনগ্রসর শ্রেণি চিহ্নিত করতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পর রাজ্য সরকার ২০১০ সালের আগে মোট ৬৬টি সম্প্রদায়ের মধ্যে ৬৪টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে মান্যতা দেয় এবং পাশাপাশি আরও ৭৬টি নতুন সম্প্রদায়কে ওবিসির স্বীকৃতি দেয়। পরবর্তীকালে রাজ্যের এই সিদ্ধান্তে ফের আপত্তি জানিয়ে তাতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। কিন্তু সেই স্থগিতাদেশ খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। ফলে রাজ্যের চিহ্নিত মোট ১৪০টি সম্প্রদায়ই এখন বৈধ ওবিসি। চলতি এসআইআর শুনানিতে এই ১৪০টি সম্প্রদায়ের ওবিসি শংসাপত্রই বৈধ এবং গ্রহণযোগ্য বিবেচিত হবে।
  • Link to this news (বর্তমান)